Burrabazar : মিশছে ভুষি ও শিল্পে ব্যবহৃত রং! পোস্তায় অবাধ হলুদ ও লঙ্কাগুঁড়োর ভেজাল চক্র

Last Updated:

Burrabazar : নমুনা পরীক্ষা হয়ে আসার পর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের চক্ষু চড়কগাছ। হলুদের গুঁড়োয় চাল এবং শিল্পে ব্যবহৃত রং, লঙ্কাগুঁড়োতে ভুষির সঙ্গে শিল্পে ব্যবহৃত রং মেশানো রয়েছে

কলকাতা : বড়বাজারের পোস্তা থেকে আবার গ্রেফতার গুঁড়োমশলার ভেজাল কারবারি। অভিযোগ, পোস্তার মতো জায়গায় রীতিমতো বিশালাকার গোডাউন সাজিয়ে এই ব্যবসা চলছিল। পোস্তা এলাকায় দিনের পর দিন কলকাতায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ধরপাকড় করা সত্বেও ভেজাল কারবার কমছে না। প্রায়ই গ্রেফতার হচ্ছে।
সবথেকে আশ্চর্যের বিষয় হল, যেখানে গোটা হলুদের পাইকারিদর ৯০/১১৫ টাকা প্রতি কেজি, গোটা লঙ্কা ১৭০/২১০ টাকা প্রতি কেজি, সেখানে হলুদগুঁড়ো কেজিপ্রতি ৬০/৭০টাকা, লঙ্কাগুঁড়ো ১০০/১১০ টাকায় বিক্রি হচ্ছে। এখানেই সন্দেহ হয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। ১ সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক যুগল কিশোর দাঁ পোস্তার নবাব লেনের, রঘুনাথ ট্রেডার্সের হলুদ গুঁড়ো এবং লঙ্কাগুঁড়োর নমুনা সংগ্রহ করেন।ওই দোকানে এই রকমই কম দামে মশলা বিক্রি হচ্ছিল।
advertisement
আরও পড়ুন : বইমেলায় কি কমানো হবে স্টল সংখ্যা? গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নবান্ন...
সেই নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষার জন্য । নমুনা পরীক্ষা হয়ে আসার পর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের চক্ষু চড়কগাছ। হলুদের গুঁড়োয় চাল এবং শিল্পে ব্যবহৃত রং, লঙ্কাগুঁড়োতে ভুষির সঙ্গে শিল্পে ব্যবহৃত রং মেশানো রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : বিধাননগর কাণ্ড থেকে শিক্ষা, দেশে এই প্রথম হট লাইন কিয়স্ক চালু হচ্ছে কলকাতায়
যুগলবাবুর দাবি, পরীক্ষায় যে রঙের নমুনা পাওয়া গিয়েছে, সেই রং মানুষের শরীরে গেলে ভয়ানক ক্ষতি হতে পারে। যাকে বিষাক্ত বলে উল্লেখ করা হয়েছে ল্যাবরেটরির পরীক্ষায়। কলকাতা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সেই রিপোর্ট পাওয়ার পর,পোস্তা থানায় একটি মামলা দায়ের করেন।
advertisement
আরও পড়ুন : রাজ্যে শীতের আমেজ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন
সেই মামলায় গ্রেপ্তার করে রঘুনাথ ট্রেডার্সের মালিক রাজেশ শ’কে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ভেজাল হলুদ, লঙ্কাগুঁড়ো। বুধবার রাজেশকে আদালতে তুলবে পুলিশ। অভিযোগ, কলকাতা ও আশেপাশের জেলাগুলোতেও প্রচুর পরিমাণে এই ভেজাল অসাধু চক্র চলছে। যেখান থেকে এরা প্রস্তুত করে নিয়ে আসছে। তাদের সন্ধানেও তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Burrabazar : মিশছে ভুষি ও শিল্পে ব্যবহৃত রং! পোস্তায় অবাধ হলুদ ও লঙ্কাগুঁড়োর ভেজাল চক্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement