মৃত্যুমিছিল চলছে, এদিকে তিন ধাপে লকডাউন তোলার পরিকল্পনা ট্রাম্পের! শুরু করতে চান বাণিজ্য
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
আমেরিকার অর্থনীতির গাড়িকে ফের ট্র্যাকে ফেরাতে ট্রাম্প যে একেবারে উতলা হয়ে পড়েছেন, সে কথা বলাই বাহুল্য।
#ওয়াশিংটন: আমেরিকায় একদিনে সাড়ে চার হাজার লোকের মৃত্যু হয়। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর হার সর্বোচ্চ। অথচ এর মধ্যেও আশার আলো দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আশা প্রথম ধাপের যুদ্ধের সময় পেরিয়ে গিয়েছে। এবার পরের ধাপে এগিয়ে এসেছে আমেরিকা। আর সেই ধাপে দেশের কাজকর্ম শুরু করে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম কানুন মানার পরামর্শ দিয়েছেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, তিন ধাপে আমেরিকার অর্থনৈতিক জীবন শুরু করার কথা নির্ধারণ করেছেন মার্কিন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু প্রতিবার এক একটি করে পদক্ষেপ এক্ষেত্রে করতে হবে। একবারে সমস্ত প্রদেশের কাজকর্ম শুরু করা হচ্ছে না। যে প্রদেশগুলিতে করোনা ভাইরাসের প্রকোপ একেবারেই দেখা যায়নি, সেগুলি প্রথমে খুলে দেওয়া হবে। তারপর ধীরে ধীরে অন্য প্রদেশগুলি খোলা হবে। তবে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন নির্দিষ্ট প্রদেশের গভর্নররা। তাঁরা ঠিক করবেন কীভাবে, কখন লকডাউন তোলা হবে।
advertisement
ট্রাম্প মনে করেন, তাঁর মতো দেশের একটা বড় অংশের মানুষ এখন নতুন করে অর্থনৈতিক কাজকর্ম শুরু করার পরিকল্পনা করছেন।
advertisement
আমেরিকার অর্থনীতির গাড়িকে ফের ট্র্যাকে ফেরাতে ট্রাম্প যে একেবারে উতলা হয়ে পড়েছেন, সে কথা বলাই বাহুল্য। কিন্তু দেশের মানুষ যদি এর ফলে আরও বেশি করে আক্রান্ত হন, তাহলে প্রশাসনিক দায় কি তিনি এড়াতে পারবেন, এখন লাখ টাকার প্রশ্ন এটাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2020 8:31 AM IST