গার্ডেনেরিচ জলপ্রকল্পে পাইপ ফেটে বিপত্তি, ৬ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Last Updated:

Garden reach || মূল ফাটলের মেরামতির কাজ আজ সারারাত হবে৷ তবে ফাটলের জায়গা বাইপাস করে যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় তার ব্যবস্থা করা হয়েছে৷ সেভাবেই পরিস্রুত পানীয় জল পাঠানো হচ্ছে৷ 

#কলকাতা: গার্ডেনেরিচ জলপ্রকল্পে আচমকা বিপত্তি। হু হু করে জল বেরিয়ে ভরে গেল যায় এলাকা। সকাল ন'টা নাগাদ এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় গার্ডেনরিচ জল প্রকল্প চত্বরে। ৬ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা পুরসভা। মূল ফাটলের মেরামতির কাজ আজ সারারাত হবে৷ তবে ফাটলের জায়গা বাইপাস করে যাতে পরিষেবা স্বাভাবিক করা যায় তার ব্যবস্থা করা হয়েছে৷ সেভাবেই পরিস্রুত পানীয় জল পাঠানো হচ্ছে৷  তবুও কিছু ঘাটতি থাকছে৷ সর্বত্র সমানভাবে জল পড়ছে না৷
সূত্রের খবর, সকাল  ৬টা থেকে সাড়ে ৮টা অবধি জল দেওয়া হয়েছে। তারপরেই পাইপ ফেটে বিপত্তি৷ মহেশতলা, পুজালি, বেহালা, জোকা ও বজবজের বিভিন্ন এলাকায় গার্ডেনরিচের জল সরবরাহ করা হয়। বিকালের মধ্যে ফের জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা হয়।
আরও পড়ুন: সিদ্ধান্ত নেওয়া শেষ, গড়া হচ্ছে দশটি টিম, রাজ্যে আরও মারাত্মক অভিযানে নামছে ইডি!
গার্ডেনের জল প্রকল্পে ১৮৫ মিলিয়ন গ্যালন জল উৎপন্ন হয়।  এই পানীয় জল কলকাতা পুরসভার দক্ষিণ ও দক্ষিণ শহরতলির বেশিরভাগ অংশ ছাড়াও প্রতিবেশী বেশ কয়েকটি পুরসভার চাহিদা মেটায়। কলকাতা পুরসভার ১৫ ও ১৬ নম্বর বরোর বেশিরভাগ অংশ ছাড়াও ১২ ও ১১ নম্বর বরোর অনেক অংশে এই  জল পৌঁছয়।
advertisement
advertisement
সূত্রের খবর, সকাল ৯টার পর থেকে এই সব এলাকায় আর পরিস্রুত পানীয় জল পৌঁছয়নি। কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের আধিকারিকেরা তড়িঘড়ি ছুটে যান গাড়ির জল প্রকল্পে। গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসের ভিতরে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতা। ৬ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুরসভার আধিকারিকেরা। বিকেল ৪টে থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে পানীয় জল সরবরাহ শুরু হয়। তবে জলের প্রেসার যাতে নিয়ন্ত্রিত থাকে সেই কারণে পরীক্ষামূলকভাবে কিছুক্ষণ চালানো হয়।
advertisement
কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো অর্থাৎ যেখানে এই গার্ডেনরিচের জল প্রকল্প অবস্থিত সেই বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল জানান, সকালে বেশিরভাগ সময়টাতেই জল পরিষেবা দেওয়া গিয়েছে, শেষের দিকে কিছুক্ষণের জন্য বিভ্রাট হয়েছিল। দুপুরে বেশিরভাগ অংশেই জল দেওয়া হয় না। বিকেলের জল পরিষেবা স্বাভাবিক ছিল। কাজেই পাইপ ফেটে বিপত্তি হওয়ার জন্য কোথাও কোনও জল কষ্ট হয়নি বলে দাবি বরো চেয়ারম্যানের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গার্ডেনেরিচ জলপ্রকল্পে পাইপ ফেটে বিপত্তি, ৬ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement