Trinamool Congress: রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা তৃণমূলের! দেখুন কারা পেলেন প্রার্থী পদ
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Trinamool Congress: রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দিলেন দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদিন মনোনয়ন পেশ করেন সুস্মিতা দেব ও নাদিমুল হক। সুস্মিতা দেব সংসদের দুই কক্ষেই কাজ করেছেন।
কলকাতাঃ রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দিলেন দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদিন মনোনয়ন পেশ করেন সুস্মিতা দেব ও নাদিমুল হক। সুস্মিতা দেব সংসদের দুই কক্ষেই কাজ করেছেন। নাদিমুল হক এই নিয়ে তৃতীয়বার প্রতিনিধিত্ব করছেন।
আরও পড়ুনঃ বাজল ভোটের দামামা! প্রস্তুতির জন্য জেলায় কোটি কোটি টাকা বরাদ্দ নবান্নের, সঙ্গে দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট
নাদিমুল হক জানিয়েছেন, ‘এই নিয়ে আমার পরপর তিনবার হল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ দিয়েছেন বাংলার মানুষের জন্য সংসদে গিয়ে আওয়াজ তোলার। আবারও বাংলার ইস্যু নিয়ে সোচ্চার হব।’
অপরদিকে সুস্মিতা দেব জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়-সহ সকলকে ধন্যবাদ। তাঁরা আমাকে আবার রাজ্যসভায় পাঠাচ্ছেন। রাজনৈতিক ইতিহাসে উত্তর পূর্ব ভারতের রাজ্য থেকে পরপর দুবার এসে মনোনয়ন পেয়েছি। এটার একটা রাজনৈতিক মেসেজ আছে। আমাদের ৩ জন মহিলাকে মনোনয়ন দেওয়া হল।’
advertisement
advertisement
তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘বিজেপি মহিলা সংরক্ষণ বিল এনেছে। কিন্তু সেটার বাস্তবতা নেই। কিন্তু লোকসভা ও রাজ্যসভায় কীভাবে মহিলা প্রতিনিধি রাখতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন। আমাদের লড়াই সংসদের ভেতরে ও বাইরে। সংবিধান রক্ষার আন্দোলন করব। বাংলার বঞ্চনা নিয়ে লড়তে প্রস্তুত। উত্তর পূর্ব ভারতের যেকোনও ইস্যুতে লড়াইয়ে থাকবে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2024 4:44 PM IST







