Lok Sabha 2024: বাজল ভোটের দামামা! প্রস্তুতির জন্য জেলায় কোটি কোটি টাকা বরাদ্দ নবান্নের, সঙ্গে দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট

Last Updated:

Lok Shabha 2024: মার্চ মাসে প্রথম সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই এবার বিভিন্ন জেলায় জেলায় ভোট গ্রহণ কেন্দ্রগুলির সার্বিক পরিস্থিতি কী সে সম্পর্কে ইতিমধ্যেই রিপোর্ট নিয়েছে নির্বাচন কমিশন।

নবান্ন
নবান্ন
কলকাতাঃ ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। মার্চ মাসে প্রথম সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই এবার বিভিন্ন জেলায় জেলায় ভোট গ্রহণ কেন্দ্রগুলির সার্বিক পরিস্থিতি কী সে সম্পর্কে ইতিমধ্যেই রিপোর্ট নিয়েছে নির্বাচন কমিশন। এবার সেই ভোটগ্রহণ কেন্দ্রগুলির যাবতীয় পরিকাঠামো গড়ে তুলতে জেলায় জেলায় অর্থ বরাদ্দ করল নবান্ন।
ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র দফতর বিভিন্ন জেলাগুলিকে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে। নবান্ন সূত্রে খবর মোট ১১ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে জেলাগুলির জন্য মূলত ভোটগ্রহণ কেন্দ্র গুলির পরিকাঠামো গড়ে তোলার জন্য। তবে, কাজ হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে বলেও জারি করা হয়েছে নির্দেশিকায়। নবান্ন সূত্রে খবর, এই ১১ কোটি ৬৫ লক্ষ টাকার মধ্যে ২৪ টি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুনঃ অকারণ অপেক্ষায় থাকতে হবে না যাত্রীদের! প্রত্যেক সপ্তাহেই পূর্ব রেলে সীমিত উচ্চতার সাবওয়ে তৈরির কাজ চলছে
নবান্ন সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলাকে ১৪লক্ষ ৫০ হাজার, বাঁকুড়াকে ১৯ লক্ষ ১০ হাজার, বীরভূম জেলাকে ৭ লক্ষ ৪৫ হাজার, কোচবিহারকে ১৬ লক্ষ ৩০ হাজার, দক্ষিণ দিনাজপুরকে ৬ লক্ষ ৭০ হাজার, দার্জিলিং ও শিলিগুড়ি মিলিয়ে ২৬ লক্ষ ৩০ হাজার, হুগলি জেলাকে ১০ লক্ষ ৮০ হাজার, হাওড়া জেলাকে ১ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার, জলপাইগুড়ি জেলাকে ৫ লক্ষ ৩৫ হাজার ,ঝাড়গ্রাম জেলাকে ২ লক্ষ ৭ হাজার, কালিংপং জেলাকে ১০ লক্ষ ৩০ হাজার, উত্তর কলকাতা কে ৮৮ লক্ষ ২০ হাজার, দক্ষিণ কলকাতাতে ৪৯ লক্ষ ১০ হাজার, মালদা জেলাকে ৮ লক্ষ ৩৫ হাজার,মুর্শিদাবাদ জেলাকে ৪৫ লক্ষ ৮৫ হাজার, নদীয়া জেলাকে ৫১ লক্ষ ৭৫ হাজার, উত্তর ২৪ পরগনা জেলাকে ২ কোটি ৮৭ লক্ষ ৭ হাজার, পশ্চিম বর্ধমান জেলাকে ৫০ লক্ষ ৬৫ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলাকে ৩১ লক্ষ,পূর্ব বর্ধমান জেলাকে ৩০ লক্ষ, পূর্ব মেদিনীপুর জেলাকে ৩০ লক্ষ ৩৫ হাজার, পুরুলিয়া জেলাকে ৩৯ লক্ষ ৫ হাজার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার এবং উত্তর দিনাজপুর জেলাকে ৭৮ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
advertisement
চলতি সপ্তাহেই বিভিন্ন জেলার ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ১৭ দফা এজেন্ডা নিয়ে বৈঠক করবেন তিনি। তার আগেই নির্বাচন প্রস্তুতির জন্য এই অর্থ বরাদ্দ করল নবান্ন বিভিন্ন জেলায় জেলায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha 2024: বাজল ভোটের দামামা! প্রস্তুতির জন্য জেলায় কোটি কোটি টাকা বরাদ্দ নবান্নের, সঙ্গে দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement