‘রাজ্যপাল সন্দেশখালি গেলে চোপড়া কেন যাবেন না...’ চোপড়া কাণ্ডে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস

Last Updated:

আজ দুপুর ১২টায় ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে যাবে তৃণমূল কংগ্রেস ৷

চোপড়া কাণ্ডে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস
চোপড়া কাণ্ডে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস
আবীর ঘোষাল, কলকাতা: চোপড়া কাণ্ডে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? এই দাবি নিয়ে আজ রাজভবনে যাবে তৃণমূল কংগ্রেসের ১২ সদস্যের প্রতিনিধি দল।
উত্তর দিনাজপুরের চোপড়ার শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যপালের সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস । রাজ্যপাল সিভি আনন্দ বোস তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন । আজ ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় ১২ সদস্যের প্রতিনিধিদল রাজভবনে যাবে, জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। মূলত সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ জানাতে তাদের এই রাজভবনযাত্রা । উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে এবার আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
advertisement
একইসঙ্গে তিনি উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্বকে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, এই সন্তানহারা পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর নির্দেশেই মৃত শিশুদের পরিবার পিছু তিন লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে শাসকদলের তরফ থেকে। গত সোমবারের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। এখানেই শেষ নয়, চোপড়ার ঘটনার মর্মান্তিক পরিণতিকে সামনে রেখে গোটা রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস।
advertisement
পাশাপাশি, এই ঘটনায় রাজ্যপাল নির্বিকার থাকার বিষয়টি নিয়েও আক্রমণ শানিয়েছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যপাল কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালি ছুটে গিয়েছেন। কিন্তু, রাজ্যপাল চোপড়া নিয়ে কোনও মন্তব্য না করায়, ক্ষোভ প্রকাশ করা হয়।
advertisement
প্রসঙ্গত, রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য আজ, বৃহস্পতিবার সময় দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, শশী পাঁজা, কুণাল ঘোষ-সহ তৃণমূলের একটি ১২ সদস্যের প্রতিনিধি দল সেদিন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। রাজ্যপাল সন্দেশখালির পাশাপাশি এই ঘটনাতেও যাতে সহমর্মিতা দেখায়, সে ব্যাপারে আবেদন জানানো হবে তৃণমূল কংগ্রেসের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘রাজ্যপাল সন্দেশখালি গেলে চোপড়া কেন যাবেন না...’ চোপড়া কাণ্ডে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement