TMC: পুর এলাকার মন বুঝতে শুরু প্রস্তুতি, বাকি থাকা পুরসভার নির্বাচন কি আগামী বছরেই?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
লোকসভা ভোটের সাফল্যের রেশ থাকতে থাকতে পুরভোট হলে ফল ভাল হবে। তাতে এলাকাবাসীর কাছে নাগরিক পরিষেবা যেমন আরও ভালভাবে পৌঁছে দেওয়া যাবে, তেমনই বিরোধীদের মুখও বন্ধ হবে।
আবীর ঘোষাল, কলকাতা: দীর্ঘদিন ধরে যে পুরসভাগুলির ভোট বকেয়া কিংবা প্রশাসকের মাধ্যমে পুরবোর্ড পরিচালিত হচ্ছে, সেখানে আগামী বছরই ভোট করানোর ভাবনাচিন্তা করছে নবান্ন। এ বিষয়ে আলাপ-আলোচনাও শুরু হয়েছে। শাসকদল তৃণমূলের একটি বড় অংশ অবশ্য চাইছে, দ্রুত এই পুর নির্বাচন হোক। লোকসভা ভোটের সাফল্যের রেশ থাকতে থাকতে পুরভোট হলে ফল ভাল হবে। তাতে এলাকাবাসীর কাছে নাগরিক পরিষেবা যেমন আরও ভালভাবে পৌঁছে দেওয়া যাবে, তেমনই বিরোধীদের মুখও বন্ধ হবে। কারণ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে ভোট করিয়ে পুরসভাগুলির হাতে বছর খানেক সময় দেওয়া হলে তারাও কাজ করার সুযোগ পাবে। তাতে ফল মিলতে পারে হাতেনাতে।
সব মিলিয়ে বকেয়া পুরভোট করিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে ঝাঁপাতে চলেছে তৃণমূল।
advertisement
*ধূপগুড়ি পুরসভা* – ১৬ ওয়ার্ডের মধ্যে ১৫ ওয়ার্ড পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস
advertisement
*দুর্গাপুর কর্পোরেশন* – ৪২ ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, ১০’টা ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস
*হলদিয়া পুরসভা*- ২৯ ওয়ার্ডের মধ্যে মাত্র ছ’টায় এগিয়ে তৃণমূল কংগ্রেস৷ বাকি সব বিজেপি।
*নলহাটি পুরসভা* – ১৬ ওয়ার্ডের মধ্যে ১০ ওয়ার্ড এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৬ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। সবকটিতেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।
advertisement
*রায়গঞ্জ পুরসভা* – ২৭ ওয়ার্ড। সবকটিতে এগিয়ে বিজেপি। এর পরে অবশ্য উপনির্বাচনে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস।
*বুনিয়াদপুর পুরসভা* – ১৪ ওয়ার্ডের এই পুরসভায় বিজেপি এগিয়ে ১৩ ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র একটি ওয়ার্ডে।
advertisement
*কুপার্স ক্যাম্প পুরসভা* – ১২টি ওয়ার্ড। এর মধ্যে বিজেপি এগিয়ে ৯ টায় ও তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩’টে।
এই অবস্থায় শাসক দল শহরের মন জয়ে, বিধানসভা ভোটের আগে এই সব পুরসভার মন বুঝে নিতে চায় ৷ সূত্রের খবর, সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 13, 2024 11:50 AM IST







