ঝড়-বৃষ্টির জেরে ব্যাহত রেল পরিষেবা, দেরিতে চলছে ১০২টি লোকাল ট্রেন
Last Updated:
#কলকাতা: ঝড়-বৃষ্টির জেরে ব্যাহত রেল পরিষেবা। শিয়ালদহ ডিভিশনে ট্রেন দেরিতে চলছে। আপ ও ডাউনে ১০২টি লোকাল ট্রেন দেরিতে চলছে। ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনেও ব্যাহত রেল পরিষেবা। ১৬টি লোকাল ট্রেন দেরিতে চলছে।
জোড়া কালবৈশাখীর জেরে লন্ডভন্ড কলকাতা। আনোয়ার শাহ রোডে পাঁচিল ভেঙে পড়ে। সল্টলেক, বেলেঘাটা, ময়দান, মানিকতলা, সাদার্ন অ্যাভিনিউ, আমির আলি অ্যভিনিউ, গুরুসদয় দত্ত রোডসহ শহরের বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে ব্যাহত যানচলাচলও। গলফগ্রিনে দাঁড়িয়ে থাকা বাসের মাথায় ভেঙে পড়ে গাছ। লাইনের ওপর গাছ পড়ে ব্যাহত রেল পরিষেবাও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2019 12:02 PM IST