#কলকাতা: ঝড়-বৃষ্টির জেরে ব্যাহত রেল পরিষেবা। শিয়ালদহ ডিভিশনে ট্রেন দেরিতে চলছে। আপ ও ডাউনে ১০২টি লোকাল ট্রেন দেরিতে চলছে। ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনেও ব্যাহত রেল পরিষেবা। ১৬টি লোকাল ট্রেন দেরিতে চলছে।
জোড়া কালবৈশাখীর জেরে লন্ডভন্ড কলকাতা। আনোয়ার শাহ রোডে পাঁচিল ভেঙে পড়ে। সল্টলেক, বেলেঘাটা, ময়দান, মানিকতলা, সাদার্ন অ্যাভিনিউ, আমির আলি অ্যভিনিউ, গুরুসদয় দত্ত রোডসহ শহরের বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে ব্যাহত যানচলাচলও। গলফগ্রিনে দাঁড়িয়ে থাকা বাসের মাথায় ভেঙে পড়ে গাছ। লাইনের ওপর গাছ পড়ে ব্যাহত রেল পরিষেবাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।