জোড়া বিভ্রাট, দমদম ও বিধাননগরের মাঝে স্তব্ধ ট্রেন চলাচল

  • Last Updated :
  • Share this:

     #কলকাতা: জোড়া ট্রেন বিভ্রাটে প্রবল দুর্ভোগে নিত্যযাত্রীরা ৷ এ যেন গোদের উপর বিষফোঁড়া ৷ দমদম ও বিধাননগর স্টেশনের মাঝে ট্রেন চলাচল বন্ধ ৷ সূত্রের খবর, আপ লাইনে বিদ্যুৎ বিভ্রাটের জন্যই এই পরিস্থিতি ৷ মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে একের পর এক ট্রেন ৷ শিয়ালদহ স্টেশনেও দাঁড়িয়ে বহু ট্রেন ৷ আটকে পড়েছেন অফিস ফেরত বহু মানুষ ৷ অন্যদিকে,  অটো সিগনালিংয়ের কাজের জেরে বাতিল বহু ট্রেন ৷

    জানা গিয়েছে, বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে আপ লাইনে বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা ৷ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলকর্মীরা ৷ দ্রুত গতিতে চলছে কম ৷ সূত্রের খবর, রাত ৮টার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম ৷ ডাউন লাইন দিয়ে আপ ও ডাউন ট্রেন চালিয়ে পরিষেবা সচল রাখার চেষ্টা করা হচ্ছে ৷ স্টেশনে স্টেশনে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা ৷

    আরও পড়ুন 

    ২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

    সকাল থেকেই অটো সিগনালিংয়ের কাজের জেরে শিয়ালদা মেন শাখায় ১৫৮টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। সপ্তাহের শেষে ট্রেনযাত্রীদের দুর্ভোগের একশেষ ৷ ইছাপুর থেকে বারাকপুর পর্যন্ত অটো সিগনালিংয়ের কাজের জন‍্য শুক্রবার থেকে সোমবার, এই চার দিনে, শিয়ালদা মেন শাখায় ১৫৮টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এর জেরে শুক্রবার সকালে থেকেই ভোগান্তিতে পড়েন নিত‍্যাযাত্রীরা। অফিস টাইমে স্টেশনগুলিতে ছিল ব‍্যাপক ভিড়। একে একাধিক ট্রেন বাতিল। যে ক’টি চলেছে, তাতে আবার ভিড়ের ঠেলায় অনেকে উঠতেই পারেননি। এরপর রাত বাড়তেই লাইনে বিদ্যুৎ বিভ্রাট ৷ সময় মিলিয়ে বেহাল শিয়ালদহ মেন শাখায় ট্রেন পরিষেবা ৷

    আরও পড়ুন 

    আগামী ৪ দিন বাতিল ১৫৮টি ট্রেন, ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা

    First published:

    Tags: Bidhannagar Station, Dumdum Station, Sealdah, Sealdah Train Service Disrupted, Train Service Disrupted