Train: বাতিল হয়েছে ‘এই’ ট্রেনগুলি! চরম দুর্ভোগের শিকার আমজনতা, অসহায় ভোটকর্মীরাও

Last Updated:
বাতিল হয়েছে ‘এই’ ট্রেনগুলি! চরম দুর্ভোগের শিকার আমজনতা, অসহায় ভোটকর্মীরাও
বাতিল হয়েছে ‘এই’ ট্রেনগুলি! চরম দুর্ভোগের শিকার আমজনতা, অসহায় ভোটকর্মীরাও
হাওড়া: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তুমুল ব‍্যস্ততা ভোটকর্মীদের। সঠিক সময়ে পৌঁছতে হবে নির্দিষ্ট স্থানে। তার মাঝেই বাতিল বেশ কিছু ট্রেন। ফলে দুর্ভোগের শিকার হলেন ভোট কর্মীরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রেনগুলি বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে আম জনতাও৷
আজ সকাল থেকেই বাতিল হয় বেশ কয়েকটি আপ হাওড়া- তারকেশ্বর লোকাল। তার জেরে চরম ভোগান্তির মুখে পড়েন প্রশিক্ষণে যাওয়া ভোট কর্মীরা।শেষ তারকেশ্বর লোকাল যায় সকাল ৯ টায়। তারপর থেকে বাতিল হয় মাঝের তিনটি গাড়ি। অর্থাৎ‍ ০৯:৪২ তারকেশ্বর লোকাল, ১০:৩২ আরামবাগ লোকাল এবং ১০:৫৭ তারকেশ্বর লোকাল। এর ফলে দুর্ভোগে পড়তে হয় কলকাতা, শ্রীরামপুর, ব্যান্ডেল, নৈহাটি-সহ বিভিন্ন জায়গা থেকে আসা ভোট কর্মীদের।
advertisement
advertisement
প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার সময় সাড়ে দশটা। জেলার প্রশিক্ষণ কেন্দ্রগুলি হল সিঙ্গুর মহামায়া বিদ্যালয়, হরিপাল বিবেকানন্দ কলেজ, তারকেশ্বরে।ভোট কর্মীরা জানান, ট্রেন ছাড়া অন্য কোন বিকল্পে রাস্তা দিয়ে যেতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এত টাকা দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছানো সম্ভব নয়। ফলে ট্রেনের জন্য অপেক্ষা করতেই হবে তাতে শো কজ করে করবে ।শুধু ভোট কর্মী তাই নয় সমস্যায় পড়েছেন একাধিক সাধারণ মানুষ।
advertisement
সাধারণ মানুষ থেকে সকলের ভোগান্তির কারণ হয়েছে ট্রেন বাতিল৷ কিন্তু হঠাৎ করে ট্রেনু বাতিল করবার কারণটা ঠিক কী? পূর্ব রেলের এক আধিকারিক জানান, মেইনটেনেন্স অর্থাৎ রক্ষণাবেক্ষণের কাজ চলছে৷ সেকারণেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে৷ এই বিষয়ে গতকাল রাত্রে বিভিন্ন স্টেশনে মাইকিংও করা হয়েছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Train: বাতিল হয়েছে ‘এই’ ট্রেনগুলি! চরম দুর্ভোগের শিকার আমজনতা, অসহায় ভোটকর্মীরাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement