Train Cancellation: কুড়মি আন্দোলনের প্রভাবে বাতিল একাধিক ট্রেন! রইল তালিকা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Train Cancellation: কুড়মি আন্দোলনের প্রভাবে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়ার দিনও দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে বাতিল করা হয়েছে বন্দেভারত এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।
কলকাতাঃ কুড়মি আন্দোলনের প্রভাবে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়ার দিনও দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে বাতিল করা হয়েছে বন্দেভারত এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। সেগুলি হলো-
20871 হাওড়া-রাউরকেল্লা বন্দেভারত এক্সপ্রেস
21893/21894 টাটানগর পাটনা টাটানগর বন্দেভারত এক্সপ্রেস
advertisement
68091/18019 খড়্গপুর ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস
68013 খড়্গপুর টাটানগর মেমু
আরও পড়ুনঃ ভিড়ে ফেল করে কলকাতাও! কল্যানী আইটিআই মোড়ে এবারের চমক কী জানেন? কবে থেকে ঢুকতে পারবে দর্শনার্থীরা?
12814 টাটানগর হাওড়া এক্সপ্রেস
advertisement
68126 বারবিল টাটানগর মেমু
68041/68042 আদ্রা বারকাকানা আদ্রা মেমু
63597/63598 রাঁচি আসানসোল রাঁচি মেমু
18085/18086 খড়্গপুর রাঁচি খড়্গপুর মেমু
18019/18020 ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু
68035 টাটানগর হাতিয়া মেমু
68079/68080 ভোজুডি চন্দ্রপুরা এক্সপ্রেস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 21, 2025 6:34 PM IST








