Durga Puja 2025: ভিড়ে ফেল করে কলকাতাও! কল্যানী আইটিআই মোড়ে এবারের চমক কী জানেন? কবে থেকে ঢুকতে পারবে দর্শনার্থীরা?

Last Updated:

Durga Puja 2025: কলকাতাকে ছাপিয়ে গত কয়েকবছর ধরে রেকর্ড ভিড় ধরে রাখতে এবারও হাজির নদীয়ার কল্যানী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। ১৮০ ফুট উচ্চতা আর ২২ হাজারের বেশি বাঁশের খুঁটি দিয়ে তৈরি মন্ডপ।

News18
News18
রঞ্জিত সরকার, নদীয়া: কলকাতাকে ছাপিয়ে গত কয়েকবছর ধরে রেকর্ড ভিড় ধরে রাখতে এবারও হাজির নদীয়ার কল্যানী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। ১৮০ ফুট উচ্চতা আর ২২ হাজারের বেশি বাঁশের খুঁটি দিয়ে তৈরি মন্ডপ।
নদীয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপে এবার বৌদ্ধ মন্দিরের আদল। মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ তৈরি। কেবল মন্ডপ নয়, প্রতিমার অঙ্গের প্রায় ৮০ কিলোগ্রাম সোনার গয়নাও হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ।
আরও পড়ুনঃ মহালয়ার আগেই দুর্গাপূজার উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা
অপরূপ সাজে সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গাপুজার মণ্ডপ। এবার কল্যাণী লুমিনাস ক্লাব ব্যবসায়ী সমিতির পুজোর ৩৩তম বছর। আর এবছরই মণ্ডপসজ্জার এমন অভিনব থিম। মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে ওঠা আকাশছোঁয়া এই মণ্ডপের উচ্চতা এখনই নজর কাড়ছে দর্শনার্থীদের। মণ্ডপের বাইরের অংশ তৈরি হচ্ছে ধবধবে সাদা ফাইবার ও প্লাই দিয়ে। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আনছে এই মণ্ডপসজ্জা। মণ্ডপের অন্দরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ব্যবহার হচ্ছে পাটকাঠি, কদবেল, পাহাড়ি ফল-ফুল সহ বিভিন্ন সামগ্রী। এগুলির উপর বার্নিশ করে হস্তশিল্পের কাজ করা হচ্ছে।
advertisement
advertisement
ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস বলেন, এবছরে মণ্ডপের উচ্চতা হবে প্রায় ১৭০ ফুট। দূরদূরান্ত থেকে মানুষ প্রত্যেক বছরের মতো এবছরও মণ্ডপ দর্শন করতে ভিড় জমাবেন বলে আশাবাদী উদ্যোক্তারা।
দেবী সেজে উঠবে সোনার অলঙ্কারে। শুধুমাত্র প্যান্ডেল নয়, প্রতিমার সাজসজ্জাতে জাঁকজমকের ছাপ আনতে চাইছেন উদ্যোক্তারা। পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা ও মণ্ডপের ভেতরে এবং চারদিকে থাকবে সিসিটিভি ক্যামেরায় নজরদারি। বিশেষ আলোর মাধ্যমে মণ্ডপের থিমকে জীবন্ত করে তোলা হবে।
advertisement
মণ্ডপ শিল্পী উইলিয়াম সরকার বলেন, এবছর বুদ্ধ পূর্ণিমার দিন কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর মণ্ডপের খুঁটি পুজো হয়েছে। সেদিন থেকে প্রত্যেকদিন ৭০ থেকে ৮০ জন করে শ্রমিক কাজ করছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ভিড়ে ফেল করে কলকাতাও! কল্যানী আইটিআই মোড়ে এবারের চমক কী জানেন? কবে থেকে ঢুকতে পারবে দর্শনার্থীরা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement