Train Accident: এনজেপি-গামী ট্রেনে আগুন! প্রবল আতঙ্ক, কী ঘটল জানেন ট্রেনের মধ্যে! শিউরে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Train Accident: মাদারিহাট স্টেশনের পরেই আগুনের ফুলকি নজরে পড়ে।
আলিপুরদুয়ার: এনজেপি-গামী ক্যাপিটাল এক্সপ্রেসে আগুন। ক্যাপিটল এক্সপ্রেসের চাকায় আগুন। ব্রেক বাইন্ডিং থেকে ধোয়া। বড় কোনও ঘটনা নয়। জানিয়েছে রেলের আলিপুরদুয়ার ডিভিশন।
মাদারিহাট স্টেশনের পরেই আগুনের ফুলকি নজরে পড়ে। তার পরেই ট্রেন থামান চালক। আগুন নিয়ন্ত্রণে আনার পরে ট্রেন ছাড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
advertisement
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 5:50 PM IST