IMD Weather Forecast: রাত পোহালেই বদলাবে আবহাওয়া? ঝলমলে রোদ নাকি ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? আলিপুরের লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD Weather Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। দু'এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রপাত ও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
দিঘা, সৈকত শী: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে; সঙ্গে গরম ও অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে।
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য বিরাট খবর! জিএসটি সংশোধনে কমছে হোটেল, হোমস্টে ভাড়া! দিনে কত কমবে খরচ?
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই অস্বস্তি আরও বাড়বে। উইকেন্ডে বৃষ্টি কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোয় রাজা-রানির মতো কাটান একদিন, তাও একেবারে কম খরচে! ঘুরে আসুন সোনারুন্দি রাজবাড়ি
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, চলতি সপ্তাহে শেষ পর্যন্ত তাপমাত্রার পারদ বাড়বে প্রায় তিন থেকে চার ডিগ্রি। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও তাপমাত্রার বাড়ার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ছাড়া সেভাবে কোন বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 11:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Weather Forecast: রাত পোহালেই বদলাবে আবহাওয়া? ঝলমলে রোদ নাকি ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? আলিপুরের লেটেস্ট আপডেট