Traffic at Park Street Christmas: বড়দিনে প্রায় দেড় হাজার ফোর্সের নজরদারিতে আলো ঝলমলে পার্ক স্ট্রিট, নারী সুরক্ষায় বিশেষ জোর
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Traffic at Park Street Christmas: পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ২৪ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর প্রায় ১৫০০ বাহিনী মোতায়েন করছে লালবাজার। এছাড়াও শহরের বিভিন্ন গির্জা, বো বারাক, নিউ মার্কেট, শপিং মল, দর্শনীয় স্থানগুলিতে থাকতে বাড়তি নজরদারি।
কলকাতাঃ পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ২৪ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর প্রায় ১৫০০ বাহিনী মোতায়েন করছে লালবাজার। এছাড়াও শহরের বিভিন্ন গির্জা, বো বারাক, নিউ মার্কেট, শপিং মল, দর্শনীয় স্থানগুলিতে থাকতে বাড়তি নজরদারি।
নারী সুরক্ষায় বিশেষ সতর্ক লালবাজার। কলকাতা পুলিশের উইনার্স বাহিনী যেমন টহলদারি চালাবে পার্ক স্ট্রিটে, তেমনই স্কুটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় থাকবে তাদের নজর। ডেপুটি কমিশনার, অ্যসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রা থাকবেন নজরদারিতে।
আরও পড়ুনঃ জমি বিরোধ ঘিরে অসমের কার্বি আংলং-এ ফের হিংসা! পুলিশের উপর হামলা, বন্ধ ইন্টারনেট
পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে এবং অ্যালান পার্কের উৎসব সুষ্ঠু ভাবে করতে জোন ধরে নিরাপত্তার ব্যবস্থা এবং সাধারণ মানুষের হেঁটে চলার ব্যবস্থা থাকছে। বিশেষ ব্যবস্থার মধ্যে থাকছে ড্রোনের সাহায্যে এরিয়াল ভিউতে নজরদারি।
advertisement
advertisement
এছাড়াও ওয়াচ টাওয়ার, ক্যুইক রেসপন্স টিম, অ্যাম্বুলান্স থাকছে পার্ক স্ট্রিটে। সাদা পোশাকেও বিভিন্ন জায়গায় পুলিশ থাকছে ক্রিসমাসে।
ট্রাফিক ব্যবস্থা
২৪ ডিসেম্বর বিকেল চার থেকে ২৫ তারিখ ভোর চারটে এবং ২৫ ডিসেম্বর বিকেল চারটে থেকে ভিড় যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা, ময়দান, ধর্মতলা এলাকায় ভারী ও পন্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
advertisement
২৪ ডিসেম্বর পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকার বড় রাস্তাগুলোতে ভিড় পরিস্থিতির ওপর নির্ভর করেই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
প্রয়োজন পড়লে সাময়িক ভাবে বন্ধ করা হতে পারে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি চলাচল। তবে সবটাই নির্ভর করছে ২৪ তারিখ সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মানুষের ভিড় কেমন থাকছে।
২৫ ডিসেম্বরও একই ভাবে ভিড় ও জনসমাগম থেকে বিবেচনা করা হবে যান নিয়ন্ত্রণের বিষয়টি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 11:16 PM IST








