#কলকাতা: প্রায় ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার হলো ভেরি থেকে। ভেরি পরিষ্কার করার সময় জেলেদের হাতে ধরা পরে এই কচ্ছপটি। বন দফ্তরের হাতে তুলে দেওয়া হয় এই কচ্ছপটিকে। সল্টলেকের গলদা ভেরি থেকে উদ্ধার।
আজ সকালে জেলেরা ভেরির আউটলেট পাটা পরিষ্কার করার সময় দেখতে পায় সেই পাটার মধ্যে কিছু একটা রয়েছে। ভালো করে দেখতে গেলে দেখতে পায় একটি বড়ো কচ্ছপ। তারা সেটিকে ধরতে গেলে বেশ কয়েকজন কে কামড়ে দেয় বলে দাবি। তবে এতো বড়ো কচ্ছপ কি করে এখানে এলো সেই নিয়ে হতো বম্বো এলাকাবাস। বন দফ্তর কে খবর দেওয়া হলে তারা এসে এটিকে নিয়ে যায়।
দেখে নিন ভিডিও বন দফ্তরের হাতে তুলে দেওয়া হয় এই কচ্ছপটিকে। সল্টলেকের গলদা ভেরি থেকে উদ্ধার।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।