দুর্নীতি ইস্যুতে দল যে কারও পাশে থাকবে না, বৈঠকে স্পষ্ট ইঙ্গিত তৃণমূলের

Last Updated:

কোনও উপদল করা যাবে না।সকলের উপর দলের নজর রয়েছে। কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, সে যত বড় নেতা হন না কেন।

বৈঠকে তৃণমূল, নিজস্ব চিত্র
বৈঠকে তৃণমূল, নিজস্ব চিত্র
#কলকাতা: দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেখানেই এ বার সাংগঠনিক বৈঠক শুরু করল তৃণমূল কংগ্রেস। উত্তরের জেলাগুলির পরে, এবার দক্ষিণের জেলা নিয়েও বৈঠক করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
আর এই বৈঠকেও একদিকে যেমন দলের পঞ্চায়েত প্রস্তুতির উল্লেখ আছে। তেমনই কী ভাবে জনসংযোগে যেতে চাইছে দল তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে দুর্নীতি ইস্যুতে দল যে কারও পাশে থাকবে না তা বুঝিয়ে দেওয়া হয়েছে এই বৈঠকে। ২০২৪ লোকসভা ভোট নজরে রেখে সংগঠনকে নতুন করে ঢেলে সাজাতে একের পর এক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । একটি বার্তা তিনি দলের সকলকে দিচ্ছেন, তা হল পঞ্চায়েত ভোটে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনওরকম গা-জোয়ারি চলবে না। টিকিট বন্টনের ক্ষেত্রেও স্বচ্ছতা রাখতে হবে। দলের মধ্যে দলবাজি চলবে না।
advertisement
এ বার কোচবিহার ও নদিয়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকেও সাংগঠনিক নেতা ও দলের বিভিন্নস্তরের জনপ্রতিনিধিদের স্বচ্ছতার সঙ্গে সংগঠন করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । অভিষেক আরও বলেন, জেলাস্তরে দলীয় নেতৃত্বকে একজোট হয়ে কাজ করতে হবে। দল একটাই। নেত্রী একজনই। কোনও উপদল করা যাবে না।সকলের উপর দলের নজর রয়েছে। কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, সে যত বড় নেতা হন না কেন। প্রসঙ্গত, নদিয়ার বৈঠকে দুই দলীয় বিধায়ক তাপস সাহা ও মানিক ভট্টাচার্যকে দেখা যায়নি বলেই খবর।
advertisement
advertisement
আরও পড়ুন- উদ্ধবের পরিণতি থেকে শিক্ষা, মহারাষ্ট্র কাণ্ড দেখেই বিজেপি-তে বিশ্বাসভঙ্গ নীতীশের
অন্য দিকে, কোচবিহারে জেলা নেতৃত্বকেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জেলায় দলীয় কার্যালয় করতে বলেছেন এত দিন যেখানে জেলার কেন্দ্রীয় কোনও নির্দিষ্ট কোনও কার্যালয় ছিল না বলেই জানা গিয়েছে, সেখানে যেন দ্রুত এই কাজ হয় তা দেখতে বলা হয়েছে। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, সংগঠন অবশ্যই একটা দলের ভিত্তি৷ আগামিদিনে কারা কারা সংগঠন শক্ত হাতে দেখতে পারবেন তাদের বাছাই করে নেওয়াও একটা গুরুত্বপূর্ণ অংশ। দল বুথ স্তর অবধি সংগঠন মজবুত করতে চায়।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্নীতি ইস্যুতে দল যে কারও পাশে থাকবে না, বৈঠকে স্পষ্ট ইঙ্গিত তৃণমূলের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement