'গুলি যেন বুক লক্ষ্য করে যায়', সায়ন্তন বসুর মন্তব্য নিয়ে তুমুল তরজায় বিজেপি-তৃণমূল
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
বিজেপির দাবি, ভোটের আগে রাজনৈতিক সুবিধে আদায়ে পুরনো এই ভিডিওটি ব্যবহার করছে তৃণমূল। যদিও শুধু তৃণমূলই নয়, নেটমাধ্যমেও এই ভিডিওটি ভাইরাল।
#কলকাতা: পায়ে নয়, সিআরপিএফ-কে বলে দেওয়া হবে গুলি চালাতে বুক লক্ষ্য করে।বক্তা বিজেপি নেতা সায়ন্তন বসু। শীতলকুচিতে আধাসামরিক বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পরে বিতর্কের ঝড় এই ভিডিও নিয়েই। এই ভিডিওকে অস্ত্র করছে তৃণমূল শিবিরও। কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তত্ত্বকে প্রমাণ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলেও এই ভিডিও চালাচ্ছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি নিউজ-১৮। বিজেপির দাবি, ভোটের আগে রাজনৈতিক সুবিধে আদায়ে পুরনো এই ভিডিওটি ব্যবহার করছে তৃণমূল। যদিও শুধু তৃণমূলই নয়, নেটমাধ্যমেও এই ভিডিওটি ভাইরাল।
ঠিক কী বলা হচ্ছে ওই ভিডিওয়? দেখা যাচ্ছে বিজেপি নেতা সায়ন্তন বসু বলছেন, "সিআরপিএফ-কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়। গুলি যেন পা লক্ষ্য করে না যায়। এখানেই না থেমে তিনি আরও বলেন, পুলিশকে থানার মধ্যেই আটকে রেখে দেবো। থানার বাইরে বেরোতে দেবো না। নিশ্চিন্তে থাকুন ভোটের সময় এই পুলিশ শুধু প্যারেড করবে। এমন বাড়াবাড়ি দেখানো হবে , দৌড়ে যাবে আর খাটিয়াতে ফিরবে।" তৃণমূল চাইছে শীতলকুচির মর্মান্তিক ঘটনাকে এই বয়ানের সঙ্গে মিলিয়ে পড়তে ও পড়াতে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী বিজপির অঙ্গুলিহেলনে চলছে-তা প্রমাণ করতে।
advertisement
শনিবার ভোটচতুর্থীতে রক্তাক্ত হয়েছে শীতলকুচির জোড়াপাটকি। স্থানীয়দের অভিযোগ, প্রায় বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে বাহিনী। অন্য দিকে বাহিনীর তরফে বলা হয়েছে গুলি চালনা হয়েছে আত্মরক্ষার্থেই। বাহিনীর রাইফেল কেড়ে নেওয়ার ্অভিযোগও উঠেছে। আর এই নিয়েই সরব রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছিলেন, শীতলকুচি যাবেন, কিন্তু কমিশনের নিষেধাজ্ঞায় আপাতত তিনি ঢুকতে পারছেন না সেখানে। কিন্তু সভাস্থল থেকে সুর চড়াচ্ছেন অমিত শাহের নাম করে। তাঁর ইস্তফাও দাবি করছেন তিনি এর মধ্যেই ভোটবাজারে এই নতুন ভিডিও তৃণমূলের অস্ত্র। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য অবশ্য বলছেন, ভোটের সময়ে পায়ের তলায় জমি হারিয়েই পুরনো ভিডিও তুলে আনছে তৃণমূল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 11, 2021 5:35 PM IST









