Agnipath || অগ্নিপথের আঁচ এবার বাংলায়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা চাইছে তৃণমূল

Last Updated:

Agnipath || অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে চলছে তীব্র বিক্ষোভ

Rajnath Singh
Rajnath Singh
#কলকাতা: অগ্নিপথ নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা চাইছে তৃণমূল। দায়িত্ব দেওয়া হল সুদীপ বন্দোপাধ্যায় ও সৌগত রায়কে। অগ্নিপথের আঁচ এবার বাংলায়। শুক্রবার সকাল থেকেই কয়েকটি জায়গায় মিছিল, জমায়েতের চেষ্টা। এ বিষয়ে নবান্ন থেকে সতর্ক করা হয় সব জেলা প্রশাসনকে।  কোনওভাবেই যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে দিকে জোর দিতে বলা হয়েছে৷ ক্রমাগত নবান্নের তরফে নজর রাখা হচ্ছে গোটা জেলার উপর। হাওড়া পুরুলিয়া কয়েকটি জায়গায় মিছিল বা জমায়েত এর চেষ্টা হয়েছিল তা আটকে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে।
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের জেরে এ রাজ্য থেকে ছেড়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গমুখী একাধিক ট্রেন চলাচলেও প্রভাব পড়ল৷ মূলত বিহারে রেল অবরোধ, স্টেশনে ভাঙচুর এবং ট্রেনে আগুন লাগানোর কারণেই ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল৷ পূর্ব মধ্যে রেলের অন্তর্গত রেল পথ এবং স্টেশনে বিক্ষোভের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে৷
advertisement
শুধু তাই নয়, বিহারের সাসারাম এবং ভভুয়া স্টেশনের মাঝামাঝি মুম্বাই মেলে হামলা চালানো হয়েছে বলে খবর৷ পাথর, লাঠি এবং বন্দুক নিয়ে ট্রেনে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ প্রাণভয়ে কোনওক্রমে সিটের নীচে লুকিয়ে বসে থাকেন যাত্রীরা৷
advertisement
আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া- লালকুয়া এক্সপ্রেস, হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, রাঁচি- পটনা পাটালিপুত্র এক্সপ্রেস, দানাপুর- টাটা এক্সপ্রেস, আসানসোল- টাটা এক্সপ্রেস, জয়নগর- হাওড়া এক্সপ্রেস, মালদহ টাউন- কিউল এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দেরিতে চলছে৷
advertisement
অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভের মধ্যেই সেনায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পে যোগদানের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Agnipath || অগ্নিপথের আঁচ এবার বাংলায়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা চাইছে তৃণমূল
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement