TMC Report Card: রিপোর্ট কার্ডে আস্থা, কলকাতাকে সাজাতে কী কী পরিকল্পনা? আজ জানাবে তৃণমূল

Last Updated:

ভিশন ডকুমেন্ট আকারে এই রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। কলকাতা পুরসভার বিদায়ী পৌর প্রশাসক ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে (TMC Report Card৷ KMC Elections 2021)।

পুরভোটের জন্য নিজেদের কাজেই আস্থা রাখছে তৃণমূল৷
পুরভোটের জন্য নিজেদের কাজেই আস্থা রাখছে তৃণমূল৷
#কলকাতা: পুর নির্বাচনের শেষ লগ্নে প্রকাশ করা হচ্ছে দলীয় ইস্তাহার। তবে প্রথাগত নির্বাচনী ইস্তাহার নয়। কলকাতার পুরভোটের (KMC Elections 2021) জন্যে বানানো হয়েছে গত ছ’বছরের ‘রিপোর্ট কার্ড’ (TMC Report Card)।
দলীয় সূত্রে খবর, প্রথাগত ইস্তাহার তৈরি না করে মানুষের কাছে রিপোর্ট কার্ড পেশ করতে চলেছে রাজ্যের শাসক দল। এই রিপোর্ট কার্ড তৈরির জন্য পুরসভার সব বিভাগ থেকে নেওয়া হয়েছে কাজের খতিয়ান। একদিকে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন এবং অন্যদিকে পুর উন্নয়ন— এই দ্বিমুখী কৌশলেই কলকাতাবাসীর মন জয় করে পুরবোর্ড দখল করতে আগ্রহী ঘাসফুল শিবির।
advertisement
advertisement
ভিশন ডকুমেন্ট আকারে এই রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। কলকাতা পুরসভার বিদায়ী পৌর প্রশাসক ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন, একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার উপরে ভিত্তি করেই জোর দেওয়া হবে নতুন পুর বোর্ডের কাজে। কী কী থাকতে পারে পরিকল্পনায়?
advertisement
সূত্রের খবর, ফি বছর জল জমে কলকাতার বেশ কিছু অংশে। বেহালা, খিদিরপুর, তারাতলা, আর্মহাস্ট্র স্ট্রিট, ঠনঠনিয়ার মতো জায়গায়। নতুন পুরবোর্ড গঠন করতে পারলে আগামী দিনে এই সমস্যা সম্পূর্ণ বন্ধ করতে চাইছে তৃণমূল। দ্বিতীয়ত, পানীয় জলের পর্যাপ্ত জোগান। পরিশ্রুত পানীয় জল মেলে সর্বত্র। কিন্তু শহরের বেশ কতগুলি ওয়ার্ডে সেই জলের পরিমাণ কম। আগামী দিনে এই সমস্ত এলাকায় জল সরবরাহের গতি বাড়াতে চায় শাসক দল।
advertisement
একই সঙ্গে তৃণমূল জোর দিচ্ছে পরিবেশের উপরে। কলকাতা শহরের দূষণ রুখতে ব্যবস্থা নিতে চায় তারা। সেই কারণেই গাছের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। ই-ভেহিক্যালের সংখ্যা বাড়ানোর পরিকল্পনায় নেওয়া হয়েছে।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, "কলকাতার দূষিত হাওয়া যায় হাওড়ায়। সেখান থেকে দূষিত হয়ে আবার ফিরে আসে। এই দূ্ষণ রোধ করতেই হবে।" এর পাশাপাশি নতুন পুর বোর্ড গঠন করতে পারলে হেরিটেজ সংরক্ষণে জোর দিতে চায় শাসক দল৷
advertisement
শহর কলকাতায় একাধিক হেরিটেজ ভবন আছে। যা সংরক্ষিত করার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে শহরের দৃশ্য দূষণ রুখতে চায় তারা। ফিরহাদ হাকিম জানিয়েছেন, "তারের জঞ্জাল সরাতেই হবে। হোর্ডিং, পোস্টার যত্রতত্র দেওয়া চলবে না।"
এই সব বিষয়কে সামনে রেখেই এগোতে চায় তৃণমূল কংগ্রেস। পুরসভা সূত্রে খবর, ১২টি বিভাগের কাজের খতিয়ান তুলে ধরা হবে। মূলত পানীয় জল, আলো, রাস্তা, স্বাস্থ্য, নিকাশি এবং জঞ্জাল অপসারণ, বস্তি উন্নয়নে শহর জুড়ে যে কাজ হয়েছে, সেই তালিকাই ভোটারদের কাছে পৌঁছে দিতে চায় শাসকদল। পাশাপাশি যে বড় কাজগুলি বিগত বছরে করা হয়েছে, তার সংক্ষিপ্তসার থাকবে লিফলেটে। যা পুরসভার ফেসবুক পেজ সহ বিভিন্ন রাস্তায় ব্যানার আকারে লাগিয়ে প্রচার করা হবে। পাড়ায় পাড়ায় লিফলেটও বিলি করবে জোড়াফুল শিবির।
advertisement
২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ওয়ার্ডভিত্তিক পুস্তিকা বানানো হয়েছিল। তৃণমূলের সংগঠন সম্পর্কে প্রশান্তর সংস্থা আইপ্যাক ইতিমধ্যেই ওয়ার্ড স্তরে একাধিক সমীক্ষা করেছে। সেখানে পুর পরিষেবার নিরিখে অবস্থা যাচাই করা হয়েছে। ফলে কোথায় কী কাজ হয়েছে এবং কোথায় কী কাজ দরকার, তার স্পষ্ট ধারণা দেওয়া হবে এই প্রচার পুস্তিকায়।  দলীয় সূত্র বলছে, গ্রামের পাশাপাশি নগরোন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সৌন্দর্যায়নেও বিশেষ নজর দেওয়া হয়েছে। স্বভাবতই, পুরভোটে তিলোত্তমার সামগ্রিক উন্নয়নকে হাতিয়ার করেই বাজিমাত করতে চাইছে তৃণমূল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Report Card: রিপোর্ট কার্ডে আস্থা, কলকাতাকে সাজাতে কী কী পরিকল্পনা? আজ জানাবে তৃণমূল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement