West Bengal Municipal Election 2022: বিরোধী দলের নেতাদের মিষ্টি খাওয়ান, বিজয় মিছিল না করাই শ্রেয়, নির্দেশ তৃণমূলের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Election 2022: তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ভোটের সাফল্যের পর খুব বড় করে বিজয় মিছিল না করাই শ্রেয়।
#কলকাতা: পুরনিগম নির্বাচনের মতো পুরসভা ভোটেও সর্বত্র বিপুল জয় পেয়েছে তৃণমূল (West Bengal Municipal Election 2022)। জেলায় জেলায় জয়ের ধ্বজা উড়ছে ঘাসফুল শিবিরের। বিপুল জয় পেলেও আপাতত সংযম বজায় রাখার নির্দেশ দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুধবার তৃণমূলের জয়ের অঙ্ক স্পষ্ট হওয়ার পরে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তেমনই বার্তা দেওয়া হয়েছে।
তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ভোটের সাফল্যের পর (West Bengal Municipal Election 2022) বিজয় মিছিল না করাই শ্রেয়। বিরোধী নেতাদের মিষ্টি খাওয়ানোর প্রক্রিয়া চলতে পারে। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, উল্লাস প্রকাশ করবেন। উল্লাস হোক, কিন্তু তা যেন কখনওই মাত্রাছাড়া না হয়। সাধারণ মানুষের জনজীবন যেন বিঘ্নিত না হয়।
advertisement
advertisement
কর্মীদের দেওয়া বার্তায় তৃণমূল জানিয়েছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে (West Bengal Municipal Election 2022)। কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। প্রত্যেকটি জয় দলের কর্মী, নেতৃত্বকে আরও দায়িত্বশীল আরও সংবেদনশীল আরও সহনশীল হতে হবে। মানুষ অনেক আশা করেছেন। সেখানে ভুলেও এমন কোনও পদক্ষেপ আগামীদিনে করবেন না যাতে কোনও প্রশ্ন কেউ তুলতে পারে।
advertisement
বুধবার বেলা পর্যন্ত যে ফল পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে তৃণমূল বোর্ড গঠন করতে চলেছে পাঁচটি পুরসভায়, এ ছাড়া বামেরা একটি পুরসভা দখল করেছে, একটি পুরসভা, অর্থাৎ পাহাড়ের দার্জিলি দখল করেছেন নবগঠিত হামরো পার্টি। সব মিলিয়ে একচ্ছত্র জয়ের পথেই হেঁটেছে ঘাসফুল শিবির। তবে এই জয়ের পর কর্মীদের সামগ্রিক ভাবে নিয়ন্ত্রিত থাকারই বার্তা দেওয়া হয়েছে।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 1:03 PM IST