Panchayat election 2023: ১৯৫৬-র বদলা ১০,৪৫৭! দু' বছরেই শুভেন্দুর নন্দীগ্রামে ঘুরে দাঁড়ালো তৃণমূল?

Last Updated:

নন্দীগ্রাম পুনরুদ্ধারের জন্য তৃণমূল দায়িত্ব দিয়েছিল কুণাল ঘোষকে৷ ফলাফল সামনে আসার পরই প্রত্যাশিত ভাবে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল

শুভেন্দুর নন্দীগ্রামে ঘুরে দাঁড়ালো তৃণমূল?
শুভেন্দুর নন্দীগ্রামে ঘুরে দাঁড়ালো তৃণমূল?
কলকাতা: একুশের বদলা হল তেইশে? নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর রীতিমতো উৎফুল্ল রাজ্যের শাসক দল। রাজ্য জুড়ে বিপুল জয়ের মধ্যেও তৃণমূলের তৃপ্তি আরও বাড়িয়ে দিয়েছে নন্দীগ্রামের ফল। কারণ পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের ফলাফল অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি-র থেকে ১০,৪৫৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল৷
নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লক মিলিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র৷ গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে আক্রমণ করতে এখনও এই ১৯৫৬ ভোটের এই জয়কেই অস্ত্র করেন বিরোধী দলনেতা৷
advertisement
advertisement
এমনিতে নন্দীগ্রামে পঞ্চায়েতের তিনটি স্তরে তৃণমূল ও বিজেপি-র তুল্যমূল্য লড়াই হয়েছে৷ নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে৷ এর মধ্যে ৮টি গিয়েছে তৃণমূলের ঝুলিতে, ৯টি দখল করেছে বিজেপি৷
পঞ্চায়েত সমিতিতেও ফল ১-১৷ আবার জেলা পরিষদে নন্দীগ্রাম থেকে পাঁচটি আসনের তিনটিতে জয়ী হয়েছে তৃণমূল৷ দুটিতে জয়ী হয়েছে বিজেপি৷
advertisement
নন্দীগ্রাম পুনরুদ্ধারের জন্য তৃণমূল দায়িত্ব দিয়েছিল কুণাল ঘোষকে৷ ফলাফল সামনে আসার পরই প্রত্যাশিত ভাবে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল৷ ট্যুইটারে তিনি লেখেন, জেলা পরিষদের ফলাফল অনুযায়ী নন্দীগ্রামে ১০,৪৫৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল৷ ফলে ১৯৫৬ ভোটে জেতার বিকৃত গল্প ভাসিয়ে দেওয়া লোডশেডিং বিধায়কের দাবি নস্যাৎ হয়ে গেল৷ শুভেন্দু অধিকারীকে ব্লক স্তরের নেতা বলেও কটাক্ষ করেছেন কুণাল৷
advertisement
ফলাফল নিয়ে সন্তুষ্ট হলেও জেলা পরিষদের ফলাফলে নিজের বিধানসভা এলাকায় পিছিয়ে পড়া নিয়ে কোনও মন্তব্য করেননি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু৷ তবে নন্দীগ্রামের ফল আগামী লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও জমিয়ে দিল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: ১৯৫৬-র বদলা ১০,৪৫৭! দু' বছরেই শুভেন্দুর নন্দীগ্রামে ঘুরে দাঁড়ালো তৃণমূল?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement