TMC: ভুয়ো জব কার্ড সংখ্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই, কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !

Last Updated:

সংসদে খোদ কেন্দ্রের পেশ করা তথ্যেই দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ডের ছড়াছড়ি। এখানেও এগিয়ে যোগীরাজ্য উত্তর প্রদেশ। বাংলাকে বদনাম করা হচ্ছে, অথচ গেরুয়া রাজ্যের বিপুল অনিয়ম নিয়ে নীরব মোদি সরকার! আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপি রাজ্যগুলিতে বিপুল অনিয়ম হলেও সেখানে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখেনি কেন্দ্র।

কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !
কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !
আবীর ঘোষাল, কলকাতা: রাজ্যে বন্ধ ১০০ দিনের কাজ। দুর্নীতি ইস্যুতে রাজ্যকে প্রতিদিন আক্রমণ কেন্দ্রের। অথচ কেন্দ্রের দেওয়া তথ্য বলছে ‘ভুয়ো জব কার্ড’ সংখ্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই। কেন্দ্রের পরিসংখ্যানকে কাজে লাগিয়ে তৃণমূলের পাল্টা রাজনৈতিক আক্রমণ, বাংলার বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালানোর পাশাপাশি মনরেগায় গরিবের ন্যায্য মজুরি আটকে রাজ্যকে ভাতে মারার চেষ্টা। অথচ সংসদে খোদ কেন্দ্রের পেশ করা তথ্যেই দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়ো জব কার্ডের ছড়াছড়ি। এখানেও এগিয়ে যোগীরাজ্য উত্তর প্রদেশ। বাংলাকে বদনাম করা হচ্ছে, অথচ গেরুয়া রাজ্যের বিপুল অনিয়ম নিয়ে নীরব মোদি সরকার! আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপি রাজ্যগুলিতে বিপুল অনিয়ম হলেও সেখানে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখেনি কেন্দ্র।
advertisement
লোকসভায় ভুয়ো জব কার্ডের সংখ্যা জানতে চেয়ে তৃণমূল সাংসদ মালা রায় যে প্রশ্ন করেছিলেন তার লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা গিয়েছে বিজেপির উত্তরপ্রদেশই ভুয়ো জব কার্ডের নিরিখে সবচেয়ে এগিয়ে। গত ৩টি আর্থিক বছরে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা গোটা দেশে মোট ১১ লক্ষ ৭ হাজার ৮১৪। এরমধ্যে শুধুমাত্র উত্তর প্রদেশেই বাতিল করতে হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ১৭২টি ভুয়ো জব কার্ড। এনডিএ শাসিত বিহারে বাতিল হয়েছে ১ লক্ষ ৭ হাজার ৪৯৪টি ভুয়ো জব কার্ড। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের পরিমাণ আলোচ্য ৩ বছরে মাত্র ৫ হাজার ৯৮৪। এরপরেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র বাংলার শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার।
advertisement
সংসদে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পেশ করা তথ্যেই দেখা গিয়েছে বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ বহু বিজেপি রাজ্যে জব কার্ড বাতিলের সংখ্যা বাংলার চেয়ে অনেক বেশি। মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, দুর্নীতি ও অনিয়মের প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপি রাজ্যগুলিতে মনরেগার কাজ চলছে, অথচ বাংলায় ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই আর্থিক বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রশ্ন, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও আদালতের নির্দেশ উপেক্ষা করে কোন সাহসে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: ভুয়ো জব কার্ড সংখ্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই, কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই বঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল !
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement