West Bengal Weather Update: সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঝড়-বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের অধিকাংশ জেলায়

Last Updated:
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে।
1/6
চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার (WIPHA) অংশ এসে আজ ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে। আগামিকাল, বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার (WIPHA) অংশ এসে আজ ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে। আগামিকাল, বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
2/6
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের আট জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের আট জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে আজ, বুধবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে; ঘামে ভিজবে শরীর। দিনে বৃষ্টির সম্ভাবনা কম। রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাতে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামিকাল, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ; কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ, বুধবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে; ঘামে ভিজবে শরীর। দিনে বৃষ্টির সম্ভাবনা কম। রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাতে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামিকাল, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ; কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
উত্তরবঙ্গে আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।
উত্তরবঙ্গে আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।
advertisement
5/6
কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। ‘ফিল লাইক টেম্পারেচার’ বেশি থাকবে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। বৃহস্পতি-শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। ‘ফিল লাইক টেম্পারেচার’ বেশি থাকবে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। বৃহস্পতি-শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement