শপথ অনুষ্ঠানে বাইরনকে শুভেচ্ছা পদ্ম-শিবিরের! 'কংগ্রেস বিজেপির দোসর', কটাক্ষ করল তৃণমূল

Last Updated:

বিজেপির অভিনন্দন বার্তাকে হাতিয়ার করেই সাগরদিঘি উপনির্বাচনে বাম -কংগ্রেস -বিজেপি জোটের অভিযোগকে ফের খুঁচিয়ে তুলল তৃণমূল। 

স্পিকারকে জড়িয়ে ধরেন বাইরন
স্পিকারকে জড়িয়ে ধরেন বাইরন
কলকাতা: সাগরদিঘি উপ নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের শপথ গ্রহণের পরেই আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাল বিজেপি। আর বিজেপির অভিনন্দন বার্তাকে হাতিয়ার করেই সাগরদিঘি উপনির্বাচনে বাম -কংগ্রেস -বিজেপি জোটের অভিযোগকে ফের খুঁচিয়ে তুলল তৃণমূল।
সাগরদিঘি উপনির্বাচনের ফল বেরোনোর পর মুখ্যমন্ত্রী  বলেছিলেন, 'এটা একটা অনৈতিক জোট।' গত ১৭ই মার্চ দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরনকে বিজেপি সমর্থিত বাম-কংগ্রেস জোটের প্রার্থী বলে মন্তব্য করেছিলেন। তৃণমূল নেত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট সাগরদিঘির ফল নিয়ে বাম- কংগ্রেস ও বিজেপির আঁতাতকেই নিশানা করতে চেয়েছে তৃণমূল।  মঙ্গলবার বিধানসভায় বাইরন বিশ্বাসের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই তাঁকে পুষ্পস্তবক দিয়ে বিজেপি বিধায়করা অভ্যর্থনা জানান। এই ঘটনাকে সামনে রেখে সাগরদিঘি নিয়ে তাঁদের অভিযোগই প্রমাণ হল বলে দাবি করেছে তৃণমূল। শপথের পরেই,  তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'আমরা আগেই বলেছিলাম বাইরন বিশ্বাস বিজেপি সমর্থিত কংগ্রেস প্রার্থী। ফলে, এটাই স্বাভাবিক।'  যদিও এই অভিযোগকে খারিজ করে বাইরন বলেন,  'সাগরদিঘিতে বিজেপির সঙ্গেও কোন জোট ছিল না। সাগরদিঘির মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। হেরে গিয়ে তৃণমূল এখন এইসব জোট তত্ত্বকে আমদানি করার চেষ্টা করছে।'
advertisement
advertisement
আরও পড়ুন: গাজোলে স্কুলে ঢুকে ছাত্রীকে গণধর্ষণ! প্রশ্নের মুখে বিদ্যালয়ের পরিকাঠামো, তুঙ্গে রাজনৈতিক তরজা
জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট  নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের মধ্যে টানাপড়েন অব্যাহত। জাতীয় রাজনীতিতে  অ-কংগ্রেসি অ-বিজেপি জোট গড়তে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির ফলের পর কংগ্রেসের থেকে দূরত্ব বাড়ানোর কাজে আরও গতি আনতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবার বৈঠক করতে চলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। একই সঙ্গে মোদি বিরোধী জোটের মুখ হিসেবে কংগ্রেস রাহুল গান্ধিকে সামনে আনায়, তাকে কটাক্ষ করে মমতার মন্তব্য, 'আসলে তার বিরুদ্ধে মুখ হিসেবে রাহুল গান্ধিকেই  চাইছেন মোদি। তাতে বিজেপির সুবিধা।'
advertisement
এই পরিস্থিতিতে বিধানসভায় কংগ্রেসের বিজয়ী প্রার্থীকে বিজেপির অভিনন্দন কংগ্রেসকে বিজেপির ' দোসর' হিসাবে দাগিয়ে দিতে তৃণমূলকে সুযোগ করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সমালোচনার জবাবে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কংগ্রেস আমাদের শত্রু নয় রাজনৈতিক প্রতিপক্ষ। আমরা কংগ্রেসকে অভিনন্দন জানাইনি। আমরা বাইরন বিশ্বাসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে সাগরদিঘির রাজনীতি সচেতন মানুষকে অভিনন্দন জানিয়েছি।"  আর বিজেপির এই অভিনন্দন রাজনীতিকে স্বাগত জানিয়ে বায়রন বলেছেন, আমি তো চেয়েছিলাম, তৃণমূলও আমাকে অভিনন্দন জানাক। "
advertisement
তবে, বাইরনের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও আজ বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। প্রসঙ্গত,  শপথ অনুষ্ঠানের মঞ্চেই বাইরনের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন স্পীকার বিমান বন্দোপাধ্যায়।আজ শপথের অনুষ্ঠানে বিজেপি যখন ফুল দিয়ে কংগ্রেসকে কৌশলে বার্তা দিতে উদ্যোগী তখন, স্পীকারকে আলিঙ্গন করার মধ্য দিয়ে কোন বার্তা দিলেন সাগরদিঘির বাইরন?  উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শপথ অনুষ্ঠানে বাইরনকে শুভেচ্ছা পদ্ম-শিবিরের! 'কংগ্রেস বিজেপির দোসর', কটাক্ষ করল তৃণমূল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement