TMC: আর কটাক্ষ হজম নয়, আরজি কর কাণ্ডে এবার জবাব দেবে তৃণমূল! চলে এল নির্দেশ
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Ankita Tripathi
Last Updated:
দ্বিমুখী লড়াইয়ের রাস্তায় এবার তৃণমূল কংগ্রেস। এলাকায় প্রচার, সভা, জনসংযোগের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও রাজনৈতিক জবাব দিতে চায় শাসক দল। আরজি কর ইস্যুতে বিরোধীরা প্রতিদিন রাজনৈতিক আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে।তৃণমূলের অন্দরে আলোচনায় উঠে এসেছে, নেতা-নেত্রীদের চুপ থাকার বিষয়টি।
কলকাতা: দ্বিমুখী লড়াইয়ের রাস্তায় এবার তৃণমূল কংগ্রেস। এলাকায় প্রচার, সভা, জনসংযোগের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও রাজনৈতিক জবাব দিতে চায় শাসক দল। আরজি কর ইস্যুতে বিরোধীরা প্রতিদিন রাজনৈতিক আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে।তৃণমূলের অন্দরে আলোচনায় উঠে এসেছে, নেতা-নেত্রীদের চুপ থাকার বিষয়টি।
দলের অন্দরে আলোচনা, এতে সুযোগ পেয়েছে বিরোধীরা। জেলার একাধিক জায়গায় গ্রামে গিয়ে কথা বলা, রাজনৈতিক কর্মসূচী পালন করা, বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন সাংসদ-বিধায়করা। বিশেষ করে উত্তরবঙ্গে রাজনৈতিক কর্মসূচীতে জোর এসেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া পারফরম্যান্স নিয়ে নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি মমতা বন্দোপাধ্যায়। ২৮ অগাস্টের মঞ্চ থেকেই সোচ্চার হয়েছিলেন তিনি।
advertisement
advertisement
এবার বিরোধীদের পালটা জবাব সোশ্যাল মিডিয়াতেও রাখছে তৃণমূল।সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ এক ইঞ্চি জমি ছাড়া যাবে না।এরপরেই দুই ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলনে জোর বাড়াচ্ছে শাসক দল।মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাঁকুনিতে নড়াচড়া শুরু শাসক দলের। আরজি কর ইস্যুতে বিরোধীরা লাগাতার আক্রমণ শানালেও কার্যত নিশ্চুপ ছিল শাসক শিবির।
প্রতিদিন বাছাই করা কয়েকজন নেতা বিরোধীতার কথা বললেও, রাস্তায় নেমে পাল্টা বিরোধীতা সে অর্থে চোখে পড়েনি। এবার নিজ নিজ এলাকায় বিরোধীদের পাল্টা প্রচারের রাস্তা শুরু করছে তৃণমূল। গ্রামাঞ্চলে এই দায়িত্ব সামলাবে মুলত মহিলা সংগঠন। বাড়ি বাড়ি গিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে সেই বার্তা দেওয়ার কাজ শুরু হবে, তেমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
advertisement
সাংসদ ও বিধায়ক উভয়কেই নিজ নিজ এলাকায় রোজ প্রচার, জনসংযোগ করতে বলা হয়েছে। শুধু বিরোধীরা যা বলছে তার পাল্টা প্রচার নয়। সরকার মহিলা নিরাপত্তায় কি কাজ করেছে? আর জি কর নিয়ে সরকারের ও দলের অবস্থান কি? সবটাই প্রচারে নির্দেশ।
advertisement
ঘরে বসে থাকার সময় নয়, জনপ্রতিনিধি বা সংগঠন পদাধিকারীদের বুঝিয়ে দিয়েছে তৃণমূল। দলের কর্মসূচীর পাশাপাশি নেতাদের নিজেদের উদ্যোগী হবার বার্তা। যদিও বিরোধীদের পালটা কটাক্ষ, রাজ্যের শাসক দলের নেতারা জনমত হারাচ্ছেন বুঝতে পেরেই ময়দানে অবতীর্ণ হয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2024 11:17 AM IST










