অমিত শাহকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক

Last Updated:

বিজেপি সভাপতি অমিত শাহকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ১১ অগাস্ট মমতা-অভিষেকের বিরুদ্ধে করা মন্তব্যের জেরে নোটিস পাঠানো হয়েছে ৷

#কলকাতা: বিজেপি সভাপতি অমিত শাহকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ১১ অগাস্ট মমতা-অভিষেকের বিরুদ্ধে করা মন্তব্যের জেরে নোটিস পাঠানো হয়েছে ৷
শনিবার অমিতের সভার শুরুতেই বিস্ফোরক অভিযোগ। বক্তৃতার টিভি সম্প্রচার বন্ধের অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জবাব দিতে দেরি করেনি তৃণমূল। অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্যুইটে ডেরেক জানান, বাংলাকে অপমান করেছেন অমিত ৷ বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন ৷ অমিতের দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন ৷ ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা ৷ সেই অনুযায়ী পাঠানো হল আইমি নোটিস ৷
advertisement
advertisement
8d835555-a332-4cc8-9dff-3102c3c14c92
আলফাল মিথ্যে। অমিত শাহের সভার পর তৃণমূলের অভিযোগ হঠাৎই ভাইরাল। তৃণমূল মুখপাত্রের অভিযোগ, আলফাল মিথ্যে বলেছেন অমিত। ক্ষমা না চাইলে মামলারও হুমকি রাজ্যের শাসকদলের। টার্গেট ২০১৯। তাই এক ইঞ্চিও জমিও ছাড়ার প্রশ্ন নেই।
advertisement
অমিত শাহের সভা শেষে শুরু রাজনৈতিক তরজা। জনসভার টিভি সম্প্রচার বন্ধ করা হয়েছে। বিজেপি সভাপতির এই অভিযোগের দ্রুত জবাব দেয় তৃণমূল। ব্ল্যাক আউট প্রমাণ করার পালটা চ্যালেঞ্জ ছুড়েছে রাজ্যের শাসক দল। টুইটারে একই অভিযোগ করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বিজেপি সভাপতির মিডিয়া ব্ল্যাক আউটের তত্ত্ব দ্রুত খারিজ করে তৃণমূল। দলের টুইটার অ্যাকাউন্টে অমিত শাহের অভিযোগের জবাব দেওয়া হয়।
advertisement
তৃণমূল টুইটারে চ্যালেঞ্জ জানায়, ব্ল্যাক আউট প্রমাণ করে দেখান অমিত শাহ। প্রমাণ করতে না পারলে বিজেপি সভাপতির পদত্যাগের দাবি জানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের পাল্টা দাবি, সব চ্যানেলেও অমিতের সভা দেখানো হয়েছে। এভাবে মিডিয়াকে অপমান করা হচ্ছে বলেও টুইটারে সরব হয়েছে শাসক দল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অমিত শাহকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement