দলমত নির্বিশেষে সোমনাথ-প্রশংসায় দেশ

Last Updated:

সিপিএম তাঁকে বহিষ্কার করলেও সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে স্থগিত রাখা হল রাজ্য কমিটির বৈঠক৷

#কলকাতা: প্রাক্তন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় যে রাজনীতিবিদের ঊর্ধ্বে একজন ভদ্র, বিনয়ী ও শ্রদ্ধেয় মানুষ ছিলেন, তার প্রমাণ ভারতীয় রাজনীতির প্রতিটি ব্যক্তিত্বের মুখেই প্রশংসা ও শ্রদ্ধা৷ সিপিএম তাঁকে বহিষ্কার করলেও সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে স্থগিত রাখা হল রাজ্য কমিটির বৈঠক৷
আরও পড়ুন: সোমনাথ চট্টোপাধ্যায়ের শোকবার্তা, পরিবারের পাশে মমতা
প্রাক্তন বাম সাংসদ বাসুদেব আচারিয়ার কথায়, ‘সংসদীয় গণতন্ত্রে শূন্যতা তৈরি হল৷ এই শূন্যতা পূরণ করা কঠিন কাজ৷ শেষ দিকে দলের বাইরে থাকলেও সুসম্পর্ক ছিল৷ দক্ষতার সঙ্গে সংসদে দায়িত্ব পালন করেছেন৷ লোকসভায় দলের নেতা নির্বাচিত হন৷ তাঁর নেতৃত্বে আমরা কাজ করেছি৷ নিরপেক্ষ হয়ে সংসদ চালিয়েছেন৷’
advertisement
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, ‘সংসদীয় গণতন্ত্রে গুরুপূর্ণ সাংসদ ছিলেন৷ মানুষের পক্ষে কথা বলতেন তিনি৷ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে ক্ষতি হল৷ সদস্য না হয়েও দলের পাশে ছিলেন তিনি৷’
advertisement
advertisement
গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘সোমনাথের চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকাহত৷ তিনি ছিলেন একজন অসাধারণ সাংসদ ও সংবিধানজ্ঞ৷ আমি একজন ব্যক্তিগত বন্ধুকে হারলাম৷ দেশ হারাল একজন কৃতী সন্তানকে৷’
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ‘সোমনাথদার মৃত্যুতে শোকস্তব্ধ৷ আইনজ্ঞ হিসেবে বিখ্যাত ছিলেন৷ তাঁর মৃত্যুতে রাজনৈতিক ক্ষতিপূরণ৷ দক্ষ রাজনৈতিক নেতাকে হারালাম৷ আমরা পরিবারের পাশে আছি৷ একটি বৃটবৃক্ষের পতন হল৷ তিনি আমাদের অভিভাবক ছিলেন৷’
advertisement
দেখুন সোমনাথ চট্টোপাধ্যায়ের কলকাতার বাসভবন, আজ থমথমে:
বাংলা খবর/ খবর/কলকাতা/
দলমত নির্বিশেষে সোমনাথ-প্রশংসায় দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement