TMC MLA: শো-কজের জবাবে শোভনদেব সাক্ষাতে নারায়ণ, দেখা করেও গলল না বরফ, 'লিখিত' উত্তর তলব দলের

Last Updated:

TMC MLA: নারায়ণ গোস্বামীকে জানিয়ে দেওয়া হয়, যথাযথ জবাব লিখিত আকারে দিতে হবে। ব্যক্তিগত ভাবে অনুতপ্ত জানালেও, তাঁর কাছ থেকে লিখিত জবাব চায় দল।

নারায়ণ গোস্বামী
নারায়ণ গোস্বামী
কলকাতা: শো-কজের জবাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করলেন নারায়ণ গোস্বামী। কিন্তু তাতেও গলল না বরফ। লিখিত ভাবে জবাব দিতে হবে, নারায়ণকে জানিয়ে দিলেন শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়।
দলের শীর্ষ নেতৃত্বর কড়া নির্দেশ মতোই নারায়ণ গোস্বামীকে জানিয়ে দেওয়া হয়, যথাযথ জবাব লিখিত আকারে দিতে হবে। ব্যক্তিগত ভাবে অনুতপ্ত জানালেও, তাঁর কাছ থেকে লিখিত জবাব চায় দল। শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের নির্দেশেই শো-কজ করা হয়েছে। ব্যক্তিগতভাবে উনি অনুতপ্ত। কিন্তু লিখিত জবাব দিতে হবে। তারপর দলের শীর্ষ নেতৃত্ব সবটা দেখবে।
advertisement
advertisement
শো কজ় নিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সোমবার শোভনদেবের বিধানসভা কেন্দ্র খড়দহের এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা করেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। শাসকদল সূত্রে খবর, দুই বিধায়কের মধ্যে শো কজ় সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছে। তবে পরস্পরের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি দুই নেতা। প্রবীণ নেতা শোভনদেব অশোকনগরের বিধায়ককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শো কজ়ের লিখিত জবাব না পেলে তাঁকে কোনও ভাবে রেয়াত করা হবে না। অল্প কথাতেই দলের কড়া অবস্থান বুঝতে পেরে ফিরে যান নারায়ণ।
advertisement
প্রসঙ্গত, অশোকনগরের বিধায়ক হওয়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতিও নারায়ণ গোস্বামী। তাই তাঁর অসংলগ্ন মন্তব্য মোটেই ভাল চোখে দেখছে না দল। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে যেখানে নারায়ণকে অপ্রকৃতস্থ অবস্থায় অসংলগ্ন কথা বলতে দেখা যায়। সেই ভিডিয়োর উপর ভিত্তি করে রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার অশোকনগর বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন। ২২ জানুয়ারি তৃণমূলের বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে শোভনদেব শো কজ়ের চিঠি ধরান নারায়ণকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLA: শো-কজের জবাবে শোভনদেব সাক্ষাতে নারায়ণ, দেখা করেও গলল না বরফ, 'লিখিত' উত্তর তলব দলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement