TMC: 'অপদার্থ মন্ত্রী', রাজ্যের মন্ত্রীকে আক্রমণ খোদ তৃণমূল বিধায়কেরই! বেনজির ঘটনা বিধানসভায়, কী এমন হল? শুনে চমকে উঠবেন

Last Updated:

TMC: সমর মুখোপাধ্যায়কে থামাতে এগিয়ে আসেন অরূপ বিশ্বাস, নির্মল ঘোষরা। এরপরই অধ্যক্ষ বলেন, ''এই বক্তব্য তুলে নিতে হবে।''

বেনজির ঘটনা
বেনজির ঘটনা
কলকাতা:অপদার্থ মন্ত্রী রাজ্যের মন্ত্রীকে বিধানসভায় এ ভাষাতেই আক্রমণ শানালেন শাসক দলের বিধায়ক সমর মুখোপাধ্যায়সাপ্লিমেন্টারি প্রশ্নে বিপ্লব রায়চৌধুরীকে নিয়ে এমনই বললেন সমর মুখোপাধ্যায়
advertisement
এরপরই সমর মুখোপাধ্যায়কে থামাতে এগিয়ে আসেন অরূপ বিশ্বাস, নির্মল ঘোষরাএরপরই অধ্যক্ষ বলেন, এই বক্তব্য তুলে নিতে হবে ওয়াকিবহাল মহলের মতে, শাসক দলের বিধায়ক, রাজ্যের মন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে অপদার্থ বললেন, বিধানসভায় এক নজিরবিহীন ঘটনাএরপরই রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, ”আমি তুলে নিলাম কথা।”
advertisement
advertisement
শাসক দলের বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, একের পর এক মৎস্য সমবায় বন্ধ হয়ে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই পিছিয়ে থাকা বর্গের হিন্দুরা এর সঙ্গে জড়িত। এই জীবিকার সঙ্গে জড়িতরা কাজ হারাচ্ছে।” এই প্রসঙ্গের উত্থাপন করতে গিয়েই নিজের দলের মন্ত্রীকেই অপদার্থ বলে ফেলেন বলে জানান তিনি। এরপরই সমর মুখোপাধ্যায়কে তলব পরিষদীয় মন্ত্রীর।
advertisement
প্রসঙ্গত, এর আগে ভারত-পাক উত্তেজনার পরিস্থিতিতে যখন কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনও মৎস্যমন্ত্রীকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। সেই সময় নবান্নে প্রশাসনিক বৈঠকে অন্য মন্ত্রী, সরকারি আমলা, পুলিশকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সামনেই বিপ্লবের উদ্দেশে মমতা বলেন, ‘‘বিপ্লবদা, আপনার তো অনেক দিন হল এই ডিপার্টমেন্টে (মৎস্য দফতরে)। আড়াই বছর! কী করেছেন আপনি?’’ প্রশ্নের জবাবে বিপ্লব কিছু বলার চেষ্টা করেন। কিন্তু মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, কিছুই শুনতে চাননি
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: 'অপদার্থ মন্ত্রী', রাজ্যের মন্ত্রীকে আক্রমণ খোদ তৃণমূল বিধায়কেরই! বেনজির ঘটনা বিধানসভায়, কী এমন হল? শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement