SSC Case: 'আপনারা এত জনের জীবন নষ্ট করেছেন!' এসএসসি মামলায় ফের রাজ্যকে তুলোধনা সুপ্রিম কোর্টের! অযোগ্যদের নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

Last Updated:
SSC Case: সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য, ''এই অযোগ‍্য টেইনটেটেড প্রার্থীরা আপনাদের কতটা ব্লু আইড যে তাঁদের আবার স্মাগল করার জন‍্য এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন আপনারা?''
1/6
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের তুলোধোনা রাজ‍্য সরকারকে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বৃহস্পতিবার বিশেষভাবে সক্ষম এক প্রার্থীর সওয়াল শোনার সময় রাজ‍্যের জন‍্য আদালতের মন্তব্য, ''আপনারা অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করতে অ্যাডভোকেট জেনারেলকে পাঠিয়েছেন হাইকোর্টে?''
এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের তুলোধোনা রাজ‍্য সরকারকে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বৃহস্পতিবার বিশেষভাবে সক্ষম এক প্রার্থীর সওয়াল শোনার সময় রাজ‍্যের জন‍্য আদালতের মন্তব্য, ''আপনারা অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করতে অ্যাডভোকেট জেনারেলকে পাঠিয়েছেন হাইকোর্টে?''
advertisement
2/6
এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য, ''এই অযোগ‍্য টেইনটেটেড প্রার্থীরা আপনাদের কতটা ব্লু আইড যে তাঁদের আবার স্মাগল করার জন‍্য এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন আপনারা?''
এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য, ''এই অযোগ‍্য টেইনটেটেড প্রার্থীরা আপনাদের কতটা ব্লু আইড যে তাঁদের আবার স্মাগল করার জন‍্য এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন আপনারা?''
advertisement
3/6
বিচারপতির সংযোজন, ''আপনারা এত জনের জীবন নষ্ট করেছেন, এখন আবার টেইনটেটেডদের স্মাগল করতে চাইছেন?'' রাজ‍্যের অবস্থানকে শকিং বলে উল্লেখ করেন বিচারপতি সঞ্জয় কুমার।
বিচারপতির সংযোজন, ''আপনারা এত জনের জীবন নষ্ট করেছেন, এখন আবার টেইনটেটেডদের স্মাগল করতে চাইছেন?'' রাজ‍্যের অবস্থানকে শকিং বলে উল্লেখ করেন বিচারপতি সঞ্জয় কুমার।
advertisement
4/6
রাজ‍্যের আইনজীবীকে হাইকোর্টের রায়ের কপি জমা দিতে বলে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিচারপতি কুমার বলেন, ''আমাদের কাছে রেখে দেব জাজমেন্টটা, পরবর্তী রেফারেন্সের জন্য।'' এসএসসি সংক্রান্ত প্রার্থীদের কোনও আবেদনই অবশ‍্য এদিন গ্রহণ করেনি বিচারপতি কুমারের বেঞ্চ।
রাজ‍্যের আইনজীবীকে হাইকোর্টের রায়ের কপি জমা দিতে বলে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিচারপতি কুমার বলেন, ''আমাদের কাছে রেখে দেব জাজমেন্টটা, পরবর্তী রেফারেন্সের জন্য।'' এসএসসি সংক্রান্ত প্রার্থীদের কোনও আবেদনই অবশ‍্য এদিন গ্রহণ করেনি বিচারপতি কুমারের বেঞ্চ।
advertisement
5/6
প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই, শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই, শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় মোট ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।
advertisement
6/6
আগামী ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই অবস্থায় গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। সেই মতোই শনিবার প্রকাশ করা হয় অযোগ্যদের তালিকা।
আগামী ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই অবস্থায় গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। সেই মতোই শনিবার প্রকাশ করা হয় অযোগ্যদের তালিকা।
advertisement
advertisement
advertisement