চার বছর লাগল অভিযুক্তদের গ্রেফতার করতে? বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় CBIকে প্রশ্ন হাইকোর্টের
- Published by:Tias Banerjee
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে গুরুতর প্রশ্ন উঠেছে। বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই-এর উদ্দেশে প্রশ্ন করেন কেন চার বছরেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।
সময় থাকতেও কেন নিহতের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখল না সিবিআই? বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের আগাম জামিনের শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত নিয়ে উঠল গুরুতর প্রশ্ন।
বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই-এর উদ্দেশে সোজাসাপটা প্রশ্ন ছোড়েন: “চার বছর আগে চার্জশিট দেওয়া সত্ত্বেও এতদিন অভিযুক্তদের গ্রেফতার করা হল না কেন? নিহতের ফোনের কল রেকর্ডস এখনও পর্যন্ত কেন যাচাই করা হয়নি?”
তিনি মন্তব্য করেন, “আপনারা চার বছর ধরে তদন্ত করেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ—নিহতের মোবাইল কল রেকর্ডস—জোগাড় করতে ব্যর্থ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
advertisement
advertisement
ভিডিও প্রমাণ ও নতুন তথ্য
advertisement
সিবিআই-এর পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী আদালতে নিহত অভিজিৎ সরকারের একটি ভিডিও প্রমাণ পেশ করেন, যেখানে তিনি বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। পাশাপাশি, অভিযুক্ত আক্রমণকারীর ফোন থেকে উস্কানিমূলক বার্তার হদিশ পাওয়ার কথাও জানান তিনি।
ধীরাজবাবুর দাবি, তদন্ত চলাকালীন একাধিক তথ্য ও প্রমাণ সামনে এসেছে, যা নতুন করে মামলার গুরুত্ব বাড়িয়েছে। সেই সূত্রেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
advertisement
প্রতিরক্ষা ও পাল্টা যুক্তি
অভিযুক্ত পরেশ পালের আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সিবিআই যে ভিডিও পেশ করেছে, তাতে “এলাকা ছেড়ে যাওয়ার পরামর্শ” থাকলেও, কোথাও সরাসরি খুনের হুমকি নেই।
অন্যদিকে, নিহত অভিজিতের পরিবার পক্ষের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বলেন, “এটি ছিল পরিকল্পিত খুন। এখনও নিহতের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।” তিনি অভিযুক্তদের আগাম জামিনের আবেদন খারিজের আবেদন জানান।
advertisement
“ভয়ঙ্কর ঘটনা”, মন্তব্য বিচারপতির
ঘটনা সংক্রান্ত তথ্য ও সাক্ষ্য পর্যালোচনা করে বিচারপতি জয় সেনগুপ্ত একে “ভয়ঙ্কর ঘটনা” বলে উল্লেখ করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযোগকারীরা নিজেদের হলফনামা জমা দেবেন এবং সিবিআই কেস ডায়েরি সংক্রান্ত তথ্য পেশ করবে।
পরবর্তী শুনানি বৃহস্পতিবার
advertisement
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার। একই দিনে, এই খুনের ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশ অফিসার রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিন মামলারও শুনানি হবে বিচারপতি সেনগুপ্তের একক বেঞ্চে।
প্রসঙ্গত, এই মামলার বিচার থেকে আগে অব্যাহতি নিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই সংক্রান্ত শুনানিও বৃহস্পতিবার ধার্য হয়েছে। এ দিন আরও এক অভিযুক্ত, তৎকালীন ওসি শুভজিৎ সেন-এর জামিনের আবেদনও ওঠে বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 9:25 PM IST