‘সংখ্যালঘুদের ভোট হারানোর ভয়ে রমজান মাসের আগেই নির্বাচন করতে চাইছে তৃণমূল’

Last Updated:
#কলকাতা:  সংখ্যালঘুদের ভোট হারাতে পারে তৃণমূল ৷ এই আশঙ্কাতেই রমজান মাসের আগেই পঞ্চায়েত নির্বাচনের পক্ষে সওয়াল করেছে তৃণমূল ৷  বাঁকুড়ার পুয়াবাগানে দলীয় কর্মীসভায় যোগ দিতে গিয়ে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
তিনি বলেন,  র
মজান মাসে ভোট হলে ক্ষতি কি ? এর আগেও একাধিক বার রমজান মাসে ভোট হয়েছে । ২০১৩ সালে মোট পাঁচ দফায় রমজান মাসে ভোট হয়েছে । রমজান মাসে ভোট করলে সংখ্যালঘুদের ভোট চলে যাবে এখন এই আশঙ্কা করছে তৃনমুল ।
advertisement
একইসঙ্গে রাজ্য় বিজেপির সভাপতির দাবি,
সংখ্যালঘুদের সঙ্গে যা বঞ্চনা করা হয়েছে তাতে এমনিতেই তৃনমুলের বিরুদ্ধে চলে গিয়েছে । শ’য়ে শ’য়ে সংখ্যালঘু বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন । যা অতীতে কোনওদিন হয়নি ।  আর রমজান মাসে ভোট করতে না চাইলে জুন জুলাই মাসে করুন । তাতে অসুবিধার কিছু নেই । আসলে তৃণমুল ভেবেছে এখন ভোট করে যে ক’টা আসনে জিতবে ৷ বাকি মারধর করে টাকার লোভ দেখিয়ে বাকিদের দলে টেনে নেবে । এবার তা হবে না ।
advertisement
এর পাশাপাশি তিনি বলেন,
তৃণমুলের বিরুদ্ধে যে সমস্ত আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি প্রয়োজনে সেখানে নির্দলকে সমর্থনের কথা বলা হয়েছে । তবে বিরোধী অন্যান্য দলের সঙ্গে হাত মেলানোর কোনও সম্ভাবনা নেই ।
নিজেদের দলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন,
আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ নেই । মনোনয়ন প্রত্যাহার করিয়ে দিতে পারে এই আশঙ্কায় কোথাও কোথাও একাধিক প্রার্থী মনোনয়ন করেছেন । একটি আসনে বিজেপির একজন প্রার্থীই থাকবেন । দলের অন্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘সংখ্যালঘুদের ভোট হারানোর ভয়ে রমজান মাসের আগেই নির্বাচন করতে চাইছে তৃণমূল’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement