‘সংখ্যালঘুদের ভোট হারানোর ভয়ে রমজান মাসের আগেই নির্বাচন করতে চাইছে তৃণমূল’
Last Updated:
#কলকাতা: সংখ্যালঘুদের ভোট হারাতে পারে তৃণমূল ৷ এই আশঙ্কাতেই রমজান মাসের আগেই পঞ্চায়েত নির্বাচনের পক্ষে সওয়াল করেছে তৃণমূল ৷ বাঁকুড়ার পুয়াবাগানে দলীয় কর্মীসভায় যোগ দিতে গিয়ে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
তিনি বলেন, র
মজান মাসে ভোট হলে ক্ষতি কি ? এর আগেও একাধিক বার রমজান মাসে ভোট হয়েছে । ২০১৩ সালে মোট পাঁচ দফায় রমজান মাসে ভোট হয়েছে । রমজান মাসে ভোট করলে সংখ্যালঘুদের ভোট চলে যাবে এখন এই আশঙ্কা করছে তৃনমুল ।

advertisement
একইসঙ্গে রাজ্য় বিজেপির সভাপতির দাবি,
সংখ্যালঘুদের সঙ্গে যা বঞ্চনা করা হয়েছে তাতে এমনিতেই তৃনমুলের বিরুদ্ধে চলে গিয়েছে । শ’য়ে শ’য়ে সংখ্যালঘু বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন । যা অতীতে কোনওদিন হয়নি । আর রমজান মাসে ভোট করতে না চাইলে জুন জুলাই মাসে করুন । তাতে অসুবিধার কিছু নেই । আসলে তৃণমুল ভেবেছে এখন ভোট করে যে ক’টা আসনে জিতবে ৷ বাকি মারধর করে টাকার লোভ দেখিয়ে বাকিদের দলে টেনে নেবে । এবার তা হবে না ।

advertisement
এর পাশাপাশি তিনি বলেন,
তৃণমুলের বিরুদ্ধে যে সমস্ত আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি প্রয়োজনে সেখানে নির্দলকে সমর্থনের কথা বলা হয়েছে । তবে বিরোধী অন্যান্য দলের সঙ্গে হাত মেলানোর কোনও সম্ভাবনা নেই ।

নিজেদের দলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন,
আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ নেই । মনোনয়ন প্রত্যাহার করিয়ে দিতে পারে এই আশঙ্কায় কোথাও কোথাও একাধিক প্রার্থী মনোনয়ন করেছেন । একটি আসনে বিজেপির একজন প্রার্থীই থাকবেন । দলের অন্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন ।

.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2018 6:22 PM IST