TMC Meeting: 'দলনেত্রীর ছবি সরলে কোনও দাম থাকবে না,' গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা

Last Updated:

TMC Meeting: সংখ্যালঘু ভোট টার্গেটেও রয়েছে বিজেপির। তারাও বারবার এই ভোটে ভাঙন ধরাতে চাইছে

ফিরহাদ হাকিম। ফাইল ছবি
ফিরহাদ হাকিম। ফাইল ছবি
কলকাতা: সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে একাধিকবার উত্তপ্ত হয়েছে মালদহ এবং মুর্শিদাবাদ জেলা। এই দুই জেলায় সংখ্যালঘু ভোটব্যাঙ্কের একটা বড় অংশ বাম-কংগ্রেস শিবিরে গিয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে, সংখ্যালঘু ভোট টার্গেটেও রয়েছে বিজেপির। তারাও বারবার এই ভোটে ভাঙন ধরাতে চাইছে। পাশাপাশি, এই দুই জেলার নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
এই অবস্থায় মালদহ, মুর্শিদাবাদ জেলার বিধায়কদের নিয়ে এদিন বৈঠক করলেন ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সী। সেখানেই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের তরফে বৈঠকে বলে দেওয়া হয়েছে, দলের প্রতি ১০০ শতাংশ নিবেদিত থাকতে হবে। দলীয় অনুশাসন মেনে চলতে হবে। কোনও অবস্থায় গোষ্ঠীদ্বন্দ্ব নয়। যে নেতা নিজেকে কেউকেটা মনে করছেন, তিনি ভুলে যাচ্ছেন মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আছে বলেই তিনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে গেলে ওই নেতার কোনও দাম থাকবে না।
advertisement
advertisement
অন্যদিকে নাম না করে হুমায়ুন কবীরকে কড়া বার্তা দেওয়া হয়। তৃণমূলের শীর্ষনেতৃত্বের তরফে বলা হয়, দলের সভাপতি যে কেউ হতে পারেন। নেতা হিসাবে যাঁকে দল ঠিক করবে, তাঁকেই মানতে হবে। বৈঠক থেকে বেরনোর সময়ে হুমায়ুন কবীর বললেন, “আমি দলের সর্বোচ্চ নেতা নেত্রীদের কথা মেনেই চলব। আমাকে কোনো কথা বলতে বারণ করা হয়েছে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Meeting: 'দলনেত্রীর ছবি সরলে কোনও দাম থাকবে না,' গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement