Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের আগে ৩০ নির্বাচনী কমিটি তৈরি করল তৃণমূল, নজরে ভোট প্রক্রিয়া

Last Updated:

Lok Sabha Elections 2024: তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে যে সমস্ত লোকসভা আসনে সেখানকার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ও প্রচারের প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এ বার ৩০টি লোকসভা আসনে নির্বাচনী কমিটি তৈরি করল তৃণমূল কংগ্রেস৷ ভোট প্রক্রিয়ায় কাজ করতে এই কমিটি গঠন করা হল৷ তবে সবকটি আসনের জন্য নয়, ৩০টি আসনের জন্য এই কমিটি তৈরি করা হল, কেন ৪২টির জন্য নয়?
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে যে সমস্ত লোকসভা আসনে সেখানকার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে৷ এই কমিটিতে গড়ে ১৫ জন করে আছেন৷ কমিটিতে একজন করে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন৷ এ ছাড়া বিধায়ক, সাংগঠনিক পদাধিকারী আছেন, তাঁদেরও রাখা হয়েছে এই কমিটিতে৷
advertisement
এ রাজ্যের বেশ কয়েকটি আসনে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ উত্তরে আসনগুলিতে যথেষ্ট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি, পশ্চিমের জেলাগুলির আসনেও লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ সব মিলিয়ে বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শাসকদলেরও মাথায় আছে৷ সেই দিক থেকেই আগে থেকেই লড়াইয়ের ছক করছে তৃণমূল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের আগে ৩০ নির্বাচনী কমিটি তৈরি করল তৃণমূল, নজরে ভোট প্রক্রিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement