TMC Lok sabha Vote: তৃণমূল নেতারা সাবধান! খুব শীঘ্র হতে পারে বড় সিদ্ধান্ত, পদ খোয়াতে পারেন অনেকেই
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC Lok sabha Vote: পারফরম্যান্স শেষ কথা। লোকসভার আগে তাই সক্রিয় নেতাদের বাড়তি দায়িত্ব। ভোটের মুখে দলের ব্লকস্তরে একগুচ্ছ সাংগঠনিক রদবদল করতে পারে তৃণমূল কংগ্রেস।
কলকাতা: জেলা স্তরের পরে এবার ব্লক স্তর। পারফরম্যান্স দেখে তৃণমূলে নয়া দায়িত্ব পেতে পারেন অনেক নেতা। সক্রিয়তার অভাবে পদ হারাতে পারেন অনেকেই। জনসংযোগ ও কর্মসূচী পালনে দলের নীচুতলার নেতাদের ভূমিকা যাচাই করছে শীর্ষ নেতৃত্ব। লোকসভার আগে পারফরম্যান্স শেষ কথা, বুঝিয়ে দিচ্ছে দল। জেলা থেকে রিপোর্ট আসতে শুরু করেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে।
পারফরম্যান্স শেষ কথা। লোকসভার আগে তাই সক্রিয় নেতাদের বাড়তি দায়িত্ব। ভোটের মুখে দলের ব্লকস্তরে একগুচ্ছ সাংগঠনিক রদবদল করতে পারে তৃণমূল কংগ্রেস। তবে একই লক্ষ্যে নীচেরতলায় পরিবর্তনের কাজ মসৃণ ভাবে করতে চাইছেন দলীয় নেতৃত্ব। দলীয় সূ্ত্রে খবর, নির্বাচনের কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব ব্লক স্তরে সাংগঠনিক রদবদলের কাজ সেরে ফেলতে চাইলেও এই পরিস্থিতিতে তা পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
advertisement
তাই প্রত্যেকটি তালিকা ধরেই সংশ্লিষ্ট জেলা, ব্লকের নেতৃত্ব এবং স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলছেন দলের রাজ্য নেতৃত্ব।ইতিমধ্যেই প্রায় সব জেলা থেকেই প্রস্তাবিত সেই তালিকা জমা পড়েছে। তবে তা নিয়ে জেলা ও ব্লক স্তরে মতপার্থক্যের আঁচও টের পেয়েছেন রাজ্য নেতৃত্ব।সূত্রের খবর, যে সব জায়গায় সভাপতির ভাবমূর্তি বা সক্রিয়তা নিয়ে সমস্যা আছে, সেখানে বদল করতে হবে। দল সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে প্রয়োজন মতো সেই সিদ্ধান্ত নেবে।
advertisement
তৃণমূলের ব্লক সভাপতি পদে রদবদলে একাধিক নাম আসছে দলের কাছে। সাংগঠনিক রদবদলের প্রক্রিয়ায় নতুন ব্লক সভাপতি বাছাই প্রক্রিয়ায় দাবিদারদের পারফরম্যান্স যাচাই করছে তৃণমূল কংগ্রেস। জেলা থেকে আসা তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যাঁদের ভাবমূর্তি নিয়ে সংশয়ের কথা আগেই দলকে জানিয়ে রেখেছে তৃণমূলের বিশেষ টিম।পারফরম্যান্স না থাকলে অনেক পুরনো সংগঠকই বাদ যেতে পারেন। ২০২১ এর বিধানসভা, ২০২২ এর পুরসভা ও ২০২৩ এর পঞ্চায়েত ও দলের কর্মসূচীতে ভূমিকা দেখা হচ্ছে। সংগঠনে যারা গুরুত্ব দিয়ে কাজ করছেন তাদেরকেই দায়িত্ব দিতে তৎপর তৃণমূল কংগ্রেস৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 9:08 AM IST