Abhishek Banerjee: বিজেপি থেকে ফেরানো যাবে না এই নেতাকে, অভিষেককে একযোগে চিঠি তৃণমূল বিধায়কদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তৃণমূলের (TMC) উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি অমল আচার্য বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন৷
#কলকাতা: ভোটের আগে বিজেপি-তে যোগ দেওয়া নেতাকে ফেরানো চলবে না৷ এই দাবি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি দিলেন উত্তর দিনাজপুরের সাত বিধায়ক সহ দলের নেতারা৷ তাঁদের দাবি, বিজেপি-তে যোগ দেওয়া দলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যকে আর দলে নেওয়া চলবে না৷
তৃণমূলের (TMC) উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি অমল আচার্য বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন৷ কিন্তু ভোট মেটার পর অন্যান্য আরও অনেক নেতার মতো তিনিও তৃণমূলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন৷ ঘনিষ্ঠ মহলে তিনি দাবি করেছেন, শাসক দলের অনেক নেতার সঙ্গেই তাঁর যোগাযোগ রয়েছে৷ ফলে যে কোনও দিন তিনি তৃণমূলে ফিরে আসবেন৷
advertisement
advertisement
এই খবর সামনে আসতেই সক্রিয় হয়ে উঠেছেন জেলার বর্তমান তৃণমূল বিধায়ক এবং নেতারা৷ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, চেয়ারম্যান সত্যজিৎ বর্মন ছাড়াও জেলা থেকে নির্বাচিত দলের সাত বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন৷ সেই চিঠিতে অমল আচার্যকে দলে না নেওয়ার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে দাবি জানানো হয়েছে৷ চিঠিতে সাক্ষর করা দলের বিধায়ক এবং নেতাদের দাবি, অমল আচার্য দলের খারাপ সময় বিজেপি-তে গিয়েছিলেন৷ এখন সুযোগ বুঝে ফিরে আসতে চাইছেন৷
advertisement
পাশাপাশি দাবি করা হয়েছে, অমল আচার্য দলে ফিরে এলে ফের জেলায় শাসক শিবিরের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে৷ এমন কি, অমলবাবুকে দুর্নীতিপরায়ণ বলেও অভিযোগ করেছেন উত্তর দিনাজপুরের অন্যান্য নেতারা৷ তাঁদের দাবি, অমলবাবুকে ছাড়াই বিধানসভা নির্বাচনে তৃণমূল জেলায় যথেষ্ট ভাল ফল করেছে৷ দুই বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিয়েছেন৷ ফলে অমল আচার্যকে দলে না নিলেই আগামী লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরে তৃণমূল আরও ভাল ফল করবে৷
advertisement
শুধু উত্তর দিনাজপুর নয়, অমল আচার্যকে দলে ফেরালে লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুরেও দলের ক্ষতি হবে বলে দাবি করেছেন চিঠিতে সই করা নেতা এবং বিধায়করা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2022 3:06 PM IST