TMC: স্বচ্ছতায় কাজ যথাযথ নয়, কেন্দ্রের জবাবে তথ্য তুলে ধরছে তৃণমূল
- Published by:Suman Biswas
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে স্বচ্ছ ভারত মিশনের (গ্রামীণ) লক্ষ্যমাত্রা ও অর্জনের বিস্তারিত যে তথ্য তুলে ধরেছেন, তাতেই স্পষ্ট কেন্দ্রের এই ব্যর্থতা, জানাচ্ছে তৃণমূল সংসদীয় দল।
নয়াদিল্লি: দেশকে ‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ (ওডিএফ) করার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ২ অক্টোবর কেন্দ্রীয় সরকার এক মিশন চালু করেছিল। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি এই মিশন আরও পাঁচ বছরের জন্যে চালু রাখা হয়। মিশনের দ্বিতীয়পর্ব প্রায় শেষ হওয়ার মুখে। দেশে এখনও পর্যন্ত ১ লক্ষ গ্রামকে ‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে স্বচ্ছ ভারত মিশনের (গ্রামীণ) লক্ষ্যমাত্রা ও অর্জনের বিস্তারিত যে তথ্য তুলে ধরেছেন, তাতেই স্পষ্ট কেন্দ্রের এই ব্যর্থতা, জানাচ্ছে তৃণমূল সংসদীয় দল।
প্রশ্নের জবাবে ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার অগ্রগতির কথা জানানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সবার জন্য শৌচাগার নিশ্চিত করে ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে দেশকে ‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ (ওডিএফ) করার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ২ অক্টোবর এই মিশন চালু করা হয়েছিল। মিশনের প্রথম পর্বে (২০১৪-১৫ থেকে ২০১৯-২০) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনলাইন তথ্যানুসারে সারাদেশে ১০ কোটিরও বেশি ব্যক্তিগত গৃহস্থালি শৌচাগার নির্মাণ করা হয়েছে এবং ২০১৯ সালের ২ অক্টোবর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ওডিএফ ঘোষিত হয়েছে।
advertisement
advertisement
খোলা স্থানে মলত্যাগ রুখতে ভারত সরকারের প্রধান প্রকল্প হল
স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission – SBM), যা ২০১৪ সালে চালু করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি করা এবং উন্মুক্ত মলত্যাগের অভ্যাস নির্মূল করে দেশকে উন্মুক্ত মলত্যাগমুক্ত (ODF) করা, যা প্রথম ধাপে ব্যাপক সাফল্য লাভ করে।
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 5:05 PM IST








