TMC: স্বচ্ছতায় কাজ যথাযথ নয়, কেন্দ্রের জবাবে তথ্য তুলে ধরছে তৃণমূল

Last Updated:

TMC: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে স্বচ্ছ ভারত মিশনের (গ্রামীণ) লক্ষ্যমাত্রা ও অর্জনের বিস্তারিত যে তথ্য তুলে ধরেছেন, তাতেই স্পষ্ট কেন্দ্রের এই ব্যর্থতা, জানাচ্ছে তৃণমূল সংসদীয় দল।

স্বচ্ছতায় জোর
স্বচ্ছতায় জোর
নয়াদিল্লি: দেশকে ‍‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ (ওডিএফ) করার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ২ অক্টোবর কেন্দ্রীয় সরকার এক মিশন চালু করেছিল। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি এই মিশন আরও পাঁচ বছরের জন্যে চালু রাখা হয়। মিশনের দ্বিতীয়পর্ব প্রায় শেষ হওয়ার মুখে। দেশে এখনও পর্যন্ত ১ লক্ষ গ্রামকে ‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি সোমান্না লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে স্বচ্ছ ভারত মিশনের (গ্রামীণ) লক্ষ্যমাত্রা ও অর্জনের বিস্তারিত যে তথ্য তুলে ধরেছেন, তাতেই স্পষ্ট কেন্দ্রের এই ব্যর্থতা, জানাচ্ছে তৃণমূল সংসদীয় দল।
প্রশ্নের জবাবে ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার অগ্রগতির কথা জানানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সবার জন্য শৌচাগার নিশ্চিত করে ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে দেশকে ‍‘খোলা স্থানে মলত্যাগ মুক্ত’ (ওডিএফ) করার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ২ অক্টোবর এই মিশন চালু করা হয়েছিল। মিশনের প্রথম পর্বে (২০১৪-১৫ থেকে ২০১৯-২০) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অনলাইন তথ্যানুসারে সারাদেশে ১০ কোটিরও বেশি ব্যক্তিগত গৃহস্থালি শৌচাগার নির্মাণ করা হয়েছে এবং ২০১৯ সালের ২ অক্টোবর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ওডিএফ ঘোষিত হয়েছে।
advertisement
advertisement
খোলা স্থানে মলত্যাগ রুখতে ভারত সরকারের প্রধান প্রকল্প হল
স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission – SBM), যা ২০১৪ সালে চালু করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি করা এবং উন্মুক্ত মলত্যাগের অভ্যাস নির্মূল করে দেশকে উন্মুক্ত মলত্যাগমুক্ত (ODF) করা, যা প্রথম ধাপে ব্যাপক সাফল্য লাভ করে। 
advertisement
  • শৌচাগার নির্মাণ: এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি শৌচাগার তৈরি করা হয়, বিশেষ করে গ্রামীণ এলাকায়।
  • advertisement
  • সচেতনতা বৃদ্ধি: আচরণ পরিবর্তনের জন্য ব্যাপক প্রচার চালানো হয় এবং মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা তৈরি করা হয়।
  • advertisement
  • লক্ষ্য: ২০১৪ সালের মধ্যে দেশকে উন্মুক্ত মলত্যাগমুক্ত (Open Defecation Free – ODF) ঘোষণা করার লক্ষ্য ছিল, যা একটি বড় সাফল্য দেখায়
  • advertisement
    view comments
    বাংলা খবর/ খবর/কলকাতা/
    TMC: স্বচ্ছতায় কাজ যথাযথ নয়, কেন্দ্রের জবাবে তথ্য তুলে ধরছে তৃণমূল
    Next Article
    advertisement
    North Dinajpur: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে রাজমিস্ত্রির কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
    বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
    • সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মহম্মদ রাজু (২৮)-র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু সংবাদ পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে স্তব্ধতা।

    VIEW MORE
    advertisement
    advertisement