Bengali TRP WK 51: বছরের দ্বিতীয় দিনেই রেজাল্ট আউট! পরশুরামকে জোরদার টক্কর, সেরা বিদ্যা ব্যানার্জি, বিনোদনের ঠাসা বছরের শেষ সপ্তাহের ফলাফলে

Last Updated:
সকলকে অবাক করে দিয়ে টিআরপি চার্টের শীর্ষে উঠে এল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’। স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা এই প্রথমবার এক নম্বরে জায়গা করে নিল।
1/6
 টিআরপি তালিকা প্রকাশ পেল এবার কিছুটা দেরিতে। বৃহস্পতিবার নিউ ইয়ার থাকায় সাপ্তাহিক রেটিং সামনে আসে শুক্রবার। আর সেই তালিকাই এনে দিল বড় চমক। সকলকে অবাক করে দিয়ে টিআরপি চার্টের শীর্ষে উঠে এল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’। স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা এই প্রথমবার এক নম্বরে জায়গা করে নিল।
টিআরপি তালিকা প্রকাশ পেল এবার কিছুটা দেরিতে। বৃহস্পতিবার নিউ ইয়ার থাকায় সাপ্তাহিক রেটিং সামনে আসে শুক্রবার। আর সেই তালিকাই এনে দিল বড় চমক। সকলকে অবাক করে দিয়ে টিআরপি চার্টের শীর্ষে উঠে এল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’। স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা এই প্রথমবার এক নম্বরে জায়গা করে নিল।
advertisement
2/6
 দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ‘আমাদের দাদামণি’-কে পিছনে ফেলে স্লট দখল করেছে এই ধারাবাহিক। তবে লড়াই একতরফা নয়। ‘পরশুরাম’-ও সমানতালে টিকে রয়েছে। দুই মেগাই যৌথভাবে স্লট শেয়ার করেছে, দু’টিরই রেটিং এসেছে ৭.২।
দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ‘আমাদের দাদামণি’-কে পিছনে ফেলে স্লট দখল করেছে এই ধারাবাহিক। তবে লড়াই একতরফা নয়। ‘পরশুরাম’-ও সমানতালে টিকে রয়েছে। দুই মেগাই যৌথভাবে স্লট শেয়ার করেছে, দু’টিরই রেটিং এসেছে ৭.২।
advertisement
3/6
 দ্বিতীয় স্থানে জায়গা ধরে রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’, রেটিং ৭.১। এই সপ্তাহেও তাকে টপকাতে পারল না ‘তারে ধরি ধরি মনে করি’। পল্লবীর অভিনীত এই মেগার রেটিং এসেছে ৬.৪, যার ফলে তা নেমে গিয়েছে পঞ্চম স্থানে। তালিকায় তৃতীয় স্থানেও রয়েছে জি বাংলার ধারাবাহিক—‘ও মোর দরদিয়া’, রেটিং ৬.৯।
দ্বিতীয় স্থানে জায়গা ধরে রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’, রেটিং ৭.১। এই সপ্তাহেও তাকে টপকাতে পারল না ‘তারে ধরি ধরি মনে করি’। পল্লবীর অভিনীত এই মেগার রেটিং এসেছে ৬.৪, যার ফলে তা নেমে গিয়েছে পঞ্চম স্থানে। তালিকায় তৃতীয় স্থানেও রয়েছে জি বাংলার ধারাবাহিক—‘ও মোর দরদিয়া’, রেটিং ৬.৯।
advertisement
4/6
 বহু মাস ধরেই আলোচনায় ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। জীতু কমলকে ঘিরে অনলাইনে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তাতে অনেকেই মনে করেছিলেন দিতিপ্রিয়ার প্রস্থানেও টিআরপিতে তেমন প্রভাব পড়বে না। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। এই সপ্তাহেও আশানুরূপ রেটিং তুলতে পারেনি ধারাবাহিকটি। আর্য-অপর্ণার বিয়ে কিংবা আর্যের প্রথম স্ত্রী রাজনন্দিনীর ভূত দেখিয়েও দর্শক ধরে রাখা গেল না। পরিস্থিতি আরও খারাপ ‘চিরসখা’-র—রেটিং কমতে কমতে তা নেমে এসেছে দশম স্থানে।
বহু মাস ধরেই আলোচনায় ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। জীতু কমলকে ঘিরে অনলাইনে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তাতে অনেকেই মনে করেছিলেন দিতিপ্রিয়ার প্রস্থানেও টিআরপিতে তেমন প্রভাব পড়বে না। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। এই সপ্তাহেও আশানুরূপ রেটিং তুলতে পারেনি ধারাবাহিকটি। আর্য-অপর্ণার বিয়ে কিংবা আর্যের প্রথম স্ত্রী রাজনন্দিনীর ভূত দেখিয়েও দর্শক ধরে রাখা গেল না। পরিস্থিতি আরও খারাপ ‘চিরসখা’-র—রেটিং কমতে কমতে তা নেমে এসেছে দশম স্থানে।
advertisement
5/6
 এবার টিআরপির সেরা দশ থেকে ছিটকে গিয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’-ও। মাত্র ৫.৬ রেটিং নিয়ে ধারাবাহিকটি রয়েছে একাদশ স্থানে। অন্যদিকে রেটিংয়ে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে ‘জোয়ার ভাঁটা’-র। ৬.০ রেটিং নিয়ে এটি স্লট ছিনিয়ে নিয়েছে চিরসখার কাছ থেকে।
এবার টিআরপির সেরা দশ থেকে ছিটকে গিয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’-ও। মাত্র ৫.৬ রেটিং নিয়ে ধারাবাহিকটি রয়েছে একাদশ স্থানে। অন্যদিকে রেটিংয়ে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে ‘জোয়ার ভাঁটা’-র। ৬.০ রেটিং নিয়ে এটি স্লট ছিনিয়ে নিয়েছে চিরসখার কাছ থেকে।
advertisement
6/6
 নতুন ধারাবাহিকগুলোর মধ্যে ‘মিলন হবে কতদিনে’ এখনও টিআরপিতে বিশেষ ছাপ ফেলতে পারেনি। সাড়ে ন’টার স্লটে এটি স্পষ্টভাবেই পিছিয়ে রয়েছে ‘কনে দেখা আলো’-র থেকে। তালিকার একেবারে নীচের দিকে থাকা ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘রাণী ভবানী’ (১.৮), ‘আনন্দী’ (২.৫), ‘শুভবিবাহ’ ও ‘গৃহপ্রবেশ’। রেটিং যেমন তলানিতে, তেমনই গল্পের দিক থেকেও এই মেগাগুলোর অবস্থান প্রশ্নের মুখে।
নতুন ধারাবাহিকগুলোর মধ্যে ‘মিলন হবে কতদিনে’ এখনও টিআরপিতে বিশেষ ছাপ ফেলতে পারেনি। সাড়ে ন’টার স্লটে এটি স্পষ্টভাবেই পিছিয়ে রয়েছে ‘কনে দেখা আলো’-র থেকে। তালিকার একেবারে নীচের দিকে থাকা ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘রাণী ভবানী’ (১.৮), ‘আনন্দী’ (২.৫), ‘শুভবিবাহ’ ও ‘গৃহপ্রবেশ’। রেটিং যেমন তলানিতে, তেমনই গল্পের দিক থেকেও এই মেগাগুলোর অবস্থান প্রশ্নের মুখে।
advertisement
advertisement
advertisement