রাজনীতি ভুলে সব রং মিলে মিশে একাকার, বসন্ত উৎসবে ঐক্যের বার্তা তৃণমূলের নেতা-মন্ত্রীদের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আজ রাজনীতি নয়। আজ সব রং মিলে মিশে একাকার। দোল উৎসবে মানুষের রঙে মিশে গেলেন তৃণমূল সাংসদ মালা রায়।
#কলকাতা: রঙের রাজনীতি থেকে রাজনীতির রং। আজ রাজনীতি ভুলে সব রং মিলে মিশে একাকার। বসন্ত উৎসবে ঐক্যের বার্তা তৃণমূলের নেতা-মন্ত্রীদের।
রঙের উৎসবে রঙিন শোভনদেব চট্টোপাধ্যায়। সকাল থেকেই ঢোল বাজিয়ে দোল খেললেন।
তিনি ইদেও আছেন। আছেন দোলেও। বসন্ত উৎসবে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
আজ রাজনীতি নয়। আজ সব রং মিলে মিশে একাকার। দোল উৎসবে মানুষের রঙে মিশে গেলেন তৃণমূল সাংসদ মালা রায়।
রং-বং-রবীন্দ্রনাথ। বসন্তোৎসবের অপরিহার্য অঙ্গ। গড়িয়াহাটে প্রতিবেশীদের সঙ্গে রবীন্দ্রসংগীতে গলা মেলালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
সবার কাছে বসন্তোৎসব। তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়ের কাছে এই দোলটা পরিবর্তনের।
রঙে রঙিন সুজিত বসু। লেকটাউনে এলাকার বাসিন্দাদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন তিনি। পাশাপাশি চলে জনসংযোগ। গান গেয়ে রং খেলেন দমক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2020 4:06 PM IST