TMC: 'সুকান্ত বললেই হবে না, বাংলায় চাষীদের আয় বেড়েছে তিনগুণ,' দাবি শোভনদেবের

Last Updated:

TMC: একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা: একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন, “এই রাজ্যে বাংলা শষ্য বিমা চালু আছে। ভাগ চাষিরাও তার মধ্যে আছেন। কোনও কৃষক ষাট বছরের মধ্যে মারা গেলে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া পেনশন আছে। জমির বিমা রয়েছে। অকাল বর্ষণে ক্ষতি হলে, সরকার বিমার টাকা দিয়ে দেয়। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, এই রাজ্যে চাষীদের আয় তিনগুণ বেড়েছে।”
তিনি আরও বলেন, “সুকান্ত মজুমদার বললেই হবে না। আগে প্রমাণ করুন কী করে হচ্ছে? ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার কৃষককে কৃষকবন্ধু দিচ্ছি। নির্বাচনের লড়াইয়ের স্লোগান দিচ্ছেন উনি। আগে প্রমাণ করুন আমাদের মত পরিকাঠামো কোথায় আছে। একাধিক ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়েছে।”
advertisement
advertisement
মন্ত্রীর কথায়, “আমরা বলতে পারি সার যা আলু চাষের জন্য দরকার তা নিয়ে কেন্দ্র রাজনীতি করছে। আমরা জানানোর পরেও সার দিচ্ছে না। সাত লক্ষ মেট্রিক টন দরকার, সেখানে ৭৮ হাজার মেট্রিক টন দিয়েছে। ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম।”
advertisement
শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “আমরা ব্যবস্থা নিয়েছি অবশ্য দূর্নীতি রুখতে। কেন্দ্রীয় দল বারবার পাঠাচ্ছে এই রাজ্যে৷ কই ভুয়ো জব কার্ডে বেশি থাকা রাজ্য ইউপিতে যাচ্ছে না? আসলে এই রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে। ভোটের পর ভোটে হেরে আরও টাকা আটকাচ্ছে৷ শুধু আমাদের দল নয়, এবার সাধারণ মানুষ গ্রামে গ্রামে গিয়ে প্রতিবাদ করছে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: 'সুকান্ত বললেই হবে না, বাংলায় চাষীদের আয় বেড়েছে তিনগুণ,' দাবি শোভনদেবের
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement