#কলকাতা: আক্রান্ত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পড়শি রাজ্যে গিয়ে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে রাজ্যের শাসকদলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদেরও। এবার বিপ্লব দেব সরকারের উপর চাপ বাড়াতে আজ বুধবার ত্রিপুরা রওনা হচ্ছেন তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ত্রিপুরার ৮ টি জেলার প্রতিটি ব্লকে আগামী দেড় মাসে সংগঠন তৈরির চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন. তাকে সাকার করার দায়িত্ব অনেকটাই বর্তাচ্ছে কুনাল ঘোষের উপর।
ত্রিপুরায় দলের সর্বভারতীয় সম্পাদকের গাড়িতে হামলার ঘটনাটি সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল। পাশাপাশি চাইছে সমবেদনার হাওয়া তুলে স্থানীয়দের মন দখল করতে। সেই কাজেই আদাজল খেয়ে নেমে পড়েছেন সুদীপ রাহা দেবাংশু, জয়ারা। সূত্রের খবর তাদের সঙ্গেই দেখা করবেন কুনাল ঘোষ। দেবেন প্রয়োজনীয় টিপস। দেখা করবেন স্থানীয় নেতাদের সঙ্গেও। আগামী দুসপ্তাহ পরই ফের ত্রিপুরা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই কিছুটা কাজ এগিয়ো রাখতেই তৎপর কুনালরা।
গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন. " ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন অতিথি দেব ভব ।এই বক্তব্যের নমুনা পেলাম। ত্রিপুরার মানুষের উপর ছেড়ে দিয়েছি। তাঁরাই জবাব দেবেন। বিজেপি নেতারা দিল্লি থেকে গিয়ে বারবার বাংলার গণতন্ত্রকে গলা ফাটান, তারা ত্রিপুরার গণতন্ত্র দেখুন আগে।"
এই মুহূর্তে তৃণমূলের মিশন ২০২৪। তবে তারও আগে পড়শি রাজ্যে বিজেপি সরকারকে ধাক্কা দিয়ে একটা জোরালো বার্তা দিতে রণাঙ্গনে নেমেছে তৃণমূল। বিপ্লব দেবের সরকার সেই পথরুদ্ধ করে যেন তৃণমূলের পালেই হাওয়া দিয়ে দিয়েছে। গত দিন আক্রান্ত হওয়ার পরেও প্রেস কনফারেন্স করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেন, ত্রিপুরায় বিজেপির খেলা শেষ হবে দেড় বছরের মধ্যে তৃণমূল এখানে উন্নয়নের সরকার গড়বে। আপাতত কুনাল ঘোষ-সহ সব বড় নেতাদের কাছে তাই স্বপ্নপূর্ণের ডেডলাইন ঠিক দেড়বছর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Ghosh, Tripura