২৬ দিনে ৬০ সভা, রোড শো! অভিষেককে দিয়েই কেন প্রচারে ঝড় তুলছে তৃণমূল?

Last Updated:

তৃণমূলের অন্দরের খবর বলছে, দলের পরিকল্পনাই হল রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন৷

#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে নির্বাচনের আগে থেকেই তাঁকে আক্রমণের নিশানা করেছিল বিজেপি৷ কিন্তু ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের হয়ে গোটা রাজ্যে প্রচারে ঝড় তুলেছেন৷ অভিষেকের সর্বশেষ সূচি বলছে, ২৬ দিনে রাজ্যের ১০টি জেলায় ৬০টি বিধানসভায় জনসভা, রোড শো রয়েছে তাঁর৷ মোট ৪৬টি সভা এবং ১৪টি রোড শো করার কথা তৃণমূল সাংসদের৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারের নির্বাচনে অভিষেকই নিঃসন্দেহে তৃণমূলের সবথেকে বড় তারকা প্রচারক৷ বিজেপি যতই তাঁকে ব্যক্তিগত আক্রমণ করুক না কেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্র দাপিয়ে প্রচার করছেন তৃণমূলের এই যুব নেতা৷ রাজ্যের চতুর্থ দফার নির্বাচন পর্যন্ত অভিষেকের যা সূচি, তা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির সমান সমান৷
নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ, জে পি নাড্ডা- বিজেপি-র শীর্ষ নেতারা অভিষেককে নিয়মিত ব্য়ক্তিগত আক্রমণ করছেন৷ কিন্তু বিজেপি-র এই কৌশলকে কার্যত আমল না দিয়েই প্রচারে ঝড় তুলতে মমতার পরে অভিষেকের উপরেই সবথেকে বেশি নির্ভর করছে শাসক দল৷ অভিষেকের এই চূড়ান্ত ব্যস্ত প্রচার সূচির কারণেই তাঁর জন্য আলাদা একটি হেলিকপ্টারও বরাদ্দ করা হয়েছে দলের তরফে৷
advertisement
advertisement
নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে অভিষেকের সূচির দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে দলকে সাফল্য এনে দিতে তিনি কীভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটছেন৷ ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনের জন্য গত ১৪ মার্চ থেকে প্রচার শুরু করেছেন অভিষেক৷ মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত মোট ৩৯টি জনসভা এবং রোড শো করেছেন তিনি৷ প্রথম দফায় যেহেতু দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে নির্বাচন ছিল, তাই মূলত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর চষে ফেলেন অভিষেক৷ দ্বিতীয় দফার জন্য দক্ষিণ চব্বিশ পরগণাতেও সভা করেন অভিষেক৷ ৩১ মার্চ উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে তিনটি জনসভা করার জন্য চলে আসেন অভিষেক৷ আবার মুখ্যমন্ত্রী শুক্রবার উত্তরবঙ্গে প্রচার শুরু করতেই এ দিন তৃণমূল সাংসদ চলে এসেছেন দক্ষিণবঙ্গে তাঁর খাসতালুক ডায়মন্ড হারবারে৷ ২ থেকে ৮ এপ্রিলের মধ্যে আরও ২১টি জনসভা এবং রোড শো করার কথা তাঁর৷ আর এবার প্রচারে মূলত দক্ষিণ চব্বিশ পরগণাতেই জোর দেবেন অভিষেক৷
advertisement
তবে শুধু প্রচারই নয়, ভোটের দিনগুলিতেও দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূল সাংসদ৷ তৃণমূল সূত্রের খবর, ভোটের দিনগুলিতে গোটা প্রক্রিয়ার উপর নিবিড় ভাবে নজরদারি চালাচ্ছেন অভিষেক৷ প্রয়োজনে দলের নেতাদের নির্দেশও দিচ্ছেন তিনি৷ প্রথম দু' দফায় যে দুই দিন ভোট হয়েছে, সেই ২৭ মার্চ এবং ১ এপ্রিল কোনও জনসভা বা রোড শো করেননি ডায়মন্ড হারবারের সাংসদ৷ যদিও অভিষেকের সূচি বলছে, তৃতীয় দফার ভোটের দিন আগামী ৬ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগণাতেই প্রচার করবেন তিনি৷ তবে তা বিকেল ৫টার পর৷ যখন ভোটগ্রহণ প্রক্রিয়া কার্যত শেষ হয়ে যাবে৷
advertisement
তৃণমূলের অন্দরের খবর বলছে, দলের পরিকল্পনাই হল রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাবেন৷ আবার নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে মমতা- অভিষেক দু' জনেই প্রচার করবেন৷ জঙ্গলমহলের বেশ কয়েকটি বিধানসভা আসনের ক্ষেত্রে যেমন দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী সভা করে আসার পরেও সেখানে প্রচারে গিয়েছেন অভিষেক, যাতে দলের জয়ের সম্ভাবনা বাড়ানো যায়৷
advertisement
তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, 'অভিষেকের প্রতি কম বয়সি ভোটারদের আকর্ষণ রয়েছে৷ তাছাড়া অভিষেক তৃণমূলের যুব সংগঠনেরও দায়িত্বে রয়েছেন৷ ওঁর সভাগুলিতেও ভাল ভিড় হয়৷' ভোট প্রচারে তৃণমূলের জনসভাগুলির দিকে তাকালে দেখা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলিতে মহিলাদের ভিড় থাকে চোখে পড়ার মতো৷ আবার অভিষেকের জনসভা বা রোড শোয়ে কম বয়সিদের বেশি করে চোখে পড়ে৷ অন্য এক তৃণমূল নেতার কথায়, 'রাজ্যের কম বয়সি ভোটারদের টার্গেট করতে চাইছে বিজেপি৷ কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে অভিষেক কতটা জনপ্রিয় ওদের কোনও ধারণাই নেই৷ মানুষকে টেনে আনার ক্ষমতা অভিষেকের রয়েছে৷ মুখ্যমন্ত্রীর পর অভিষেকই একমাত্র নেতা, যাঁর সভায় ভাল ভিড় হচ্ছে৷ মানুষ ওঁকে একবার দেখতে চায়, ওঁর কথা শুনতে চায়৷'
advertisement
মমতার মতো বহিরাগত বলে আক্রমণ করেই বিজেপি নেতাদের নিশানা করছেন৷ পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি কেন্দ্রীয় প্রকল্পগুলির থেকে কতটা এগিয়ে, তাও বোঝানোর চেষ্টা করছেন তৃণমূল সাংসদ৷
বিজেপি অবশ্য রাজ্য জুড়ে অভিষেকের প্রচার ঝড় নিয়ে বিশেষ ভাবিত নয়৷ এক বিজেপি নেতার কথায়, 'অভিষেক যত বেশি প্রচার করবেন, ততই পরিবারতন্ত্র এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়বে৷ এতে আখেরে বিজেপি-রই সুবিধে হবে৷ ' তৃণমূল অবশ্য বিজেপি নেতাদের ভুল প্রমাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেই অভিষেকের উপরেই সবথেকে বেশি ভরসা করছে৷
advertisement
Aman Sharma
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২৬ দিনে ৬০ সভা, রোড শো! অভিষেককে দিয়েই কেন প্রচারে ঝড় তুলছে তৃণমূল?
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement