বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, অভিযোগ তৃণমূলপন্থী বিশিষ্টজনদের

Last Updated:

এবার তৃণমূলপন্থী বিশিষ্টজনরা বিজেপি সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করছে, এই অভিযোগে সরব হলেন।

#কলকাতা: বাংলায় ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে। রাজনীতিকে পাখির চোখ করে বাংলায় প্রভাব বিস্তার করতে চাইছে বিজেপি। কিন্তু, সাংস্কৃতিক জগতে বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারেনি গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ চেষ্টা করলেও কার্যত ব‍্যর্থ হয়েছেন। এবার তৃণমূলপন্থী বিশিষ্টজনরা বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, এই অভিযোগে সরব হলেন।
কিছুদিন আগেই ভবানিপুরে জনসভা করেন অমিত শাহ। সেই সভায় দু’একজন বিশিষ্টজন ছাড়া আর কাউকে দেখা যায়নি।
সভা থেকে বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগও তোলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বিজেপি বিভেদের রাজনীতি করছে বলে, এবার সরব তৃণমূলপন্থী বিশিষ্টজনরা। সবাইকে এক হওয়ার ডাক বিশিষ্টদের।
advertisement
বহিরাগতরাই রাজ‍্যে বিভেদ ঘটাচ্ছে, অভিযোগ মন্ত্রী-নাট‍্যকার ব্রাত‍্য বসুর ৷ এমন পরিস্থিত বাংলার ঐতিহ‍্য বিরোধী, সরব প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ‍্যোপাধ‍্যায়।
advertisement
ধর্মীয় মেরুকরণের বিজেপিকে বারবার নিশানা করেছে রাজ‍্যের শাসক দল। জনসভা থেকে মেরুকরণ নিয়ে সরব হয়েছেন খোদ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বিভেদের তৈরির অভিযোগে বিশিষ্টজনদের এই সমাবেশ গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, অভিযোগ তৃণমূলপন্থী বিশিষ্টজনদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement