Trinamool Congress: জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদলে কি মুক্ত হল পার্থ ছায়া?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সংগঠনের বেশ কয়েকজনকে দেখা যেতে পারে মন্ত্রীসভায়, জল্পনা তীব্র।
আবীর ঘোষাল, কলকাতা: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। তাই এখন থেকেই সংগঠনকে ঢেলে সাজাতে তৎপর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। রাজ্যের গরিষ্ঠ সংখ্যক জেলায় সংগঠন ঢেলে সাজানো হলেও, নজরে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সাংগঠনিক বদল। কিন্তু এই বদলের কারণ কি?
রাজনৈতিক মহলের মতে তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও, একাধিক জায়গায় বিজেপি মাথা চাড়া দিয়ে উঠছে। আর এই অবস্থার কারণ সাংগঠনিক দূর্বলতা বলে মনে করা হচ্ছে। এর মধ্যে নজরে বনগাঁ সাংগঠনিক জেলা। উত্তর ২৪ পরগনার এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান ছিলেন শঙ্কর দত্ত। সেই জায়গায় নিয়ে আসা হল শ্যামল রায়কে। অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন গোপাল শেঠ। সেই জায়গায় সভাপতি হলেন বিশ্বজিৎ দাস। প্রসঙ্গত, এই বনগাঁ সাংগঠনিক জেলায় লোকসভা নির্বাচনে জয়ী হয় বিজেপি ৷ জয়ের রেশ ধরে রাখে তারা এই সাংগঠনিক জেলাতে।
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেস মনে করছে, এর পেছনে আসলে সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এ ছাড়া একাধিক সময়ে গোপাল শেঠ বা শঙ্কর দত্তকে নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। সূত্রের খবর, সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতাদের নিয়ে হওয়া সমস্যার কারণে বারবার সমস্যায় পড়তে হয়েছে দলকে। তাই এখানে বদল আনা হল বলে সূত্রের খবর। তবে এই জেলার অপর সাংগঠনিক জেলায় কি পার্থ ছায়া চওড়া হয়েছে? বারাসত সাংগঠনিক জেলার নয়া সভাপতি হলেন কাকলি ঘোষ দস্তিদার। এই দায়িত্বে ছিলেন অশনি মুখোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে পার্থ ইস্যুতে বারাসাত নিয়ে নাড়াচাড়া হতে শুরু করেছে। সেই কারণেই এই বদল আনা হল। অন্যদিকে ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলায় নয়া সভাপতি এখনও কাউকে করা হয়নি ৷ এতদিন সেই দায়িত্ব সামলেছিলেন পার্থ ভৌমিক।
advertisement
সূত্রের খবর, পার্থ ভৌমিক রাজ্য মন্ত্রীসভায় স্থান পেতে পারেন ৷ তাই এই বদল। নদিয়া জেলার দায়িত্ব সাংগঠনিক ভাবে দুটি ভাগে ভাগ করা হলেও রাণাঘাট নিয়ে অস্বস্তি বজায় ছিল। বিশেষ করে জেলা সভাপতি রত্না ঘোষ করের সঙ্গে সকলের সম্পর্ক ভালো নয় বলেই রিপোর্ট ছিল দলের কাছে ৷ এ ছাড়া রানাঘাট গণধর্ষণ কান্ডের পরেও দলের নেতৃত্বের ভূমিকা নিয়ে জনমানসে প্রশ্ন উঠেছিল। তাই বদল বলে মনে করা হচ্ছে।ব দল করা হয়েছে হুগলি জেলার, হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক সভাপতিকেও ৷ সূত্রের খবর, এই জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী সম্ভবত মন্ত্রী সভায় স্থান পেতে পারেন।
advertisement
উল্লেখযোগ্যভাবে বদল এসেছে জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামেও ৷ এই জেলায় লোকসভায় খারাপ ফল হয় তৃণমূল কংগ্রেসের ৷ যদিও বিধানসভায় নিজেদের ভোট ব্যাঙ্ক অটুট রাখে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে এই জেলায় পার্থ চট্টোপাধ্যায় ছায়া হিসাবে ছিলেন। সেখানে থেকে বদল আনা হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2022 8:28 AM IST