TMC Brigade 2024: ভোটের মাঠে মুখোমুখি দেব-হিরণ! ঘাটালে দুই নায়কের ডুয়েল, ব্রিগেড থেকে বড় ঘোষণা তৃণমূলের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব
কলকাতা: ঘাটালে দেব ভার্সেস হিরণ হাইভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত ছিলই৷ আজ তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই সেই ইঙ্গিতেই শিলমোহর পড়ল৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব (দীপক অধিকারী)৷ ব্রিগ্রেডের মঞ্চ থেকেই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের৷
গত ২ মার্চ লোকসভা প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ জানা গিয়েছে ঘাটাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরনন্ময় চট্টোপাধ্যায়৷ এ বার মুখোমুখি দীপক অধিকারীর সহকর্মী ও টলি তারকা হিরণ্ময় চট্টোপাধ্যায়৷
advertisement
দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷ তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতাও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷
advertisement
ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷ এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 2:43 PM IST