TMC Brigade 2024: 'আমার বাড়িতে ইডি-সিবিআই এসেছিল, তারপর...', ব্রিগেডের মঞ্চে বিস্ফোরক ফিরহাদ হাকিম
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ব্রিগ্রেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ শুরু হয়ে গিয়েছে৷ মঞ্চে ফিরহাদ হাকিমের বক্তৃতা শুরু হয়ে গিয়েছে
কলকাতা: ব্রিগ্রেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ শুরু হয়ে গিয়েছে৷ মঞ্চে ফিরহাদ হাকিমের বক্তৃতা শুরু হয়ে গিয়েছে৷ ব্রিগেডের মঞ্চে বিজেপিকে একহাত নিলেন কলকাতার মেয়র৷ তাঁর কথায় উঠে এল সন্দেশখালির প্রসঙ্গও৷
এদিন ব্রিগেড থেকে ফিরহাদের ঘোষণা, ‘‘এই জনগর্জনের শব্দ যাবে দিল্লিতে। আমরা দিল্লিতে ধর্না করেছিলাম। কিন্তু দিল্লির টনক নড়েনি। মোদিজি মিথ্যে কথা বলেছেন। সন্দেশ খালি নিয়ে মিথ্যে কথা বলছেন’’৷
advertisement
কলকাতার মেয়র আরও বলেন, ‘‘নারী লাঞ্ছনার যেদিন অভিযোগ হয়েছিল সেদিন শিবু সরদারকে গ্রেফতার করেছে। আমাদের সরকার গ্রেফতার করবে, মিথ্যাচার করবে বিজেপি এটা হতে পারে না। হাই কোর্ট বলে দেওয়ার পর সাহা জাহানকে গ্রেফতার করা হয়েছিল। আমার বাড়িতে ইডি, সিবিআই এসেছিল। সার্চ করছে। কিন্তু ভয় পাইনা। আমরা তৃণমূল কংগ্রেস ভয় পাইনা। আমি ভয় করব না।’’
advertisement
ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷
এবার প্রথা ভেঙে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা৷ ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সেই তালিকা এদিন ঘোষিত হবে ব্রিগেড থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 1:00 PM IST