TMC Brigade 2024: 'চোরেদের হাত থেকে উত্তরীয় পরছেন', নাম না করেই অভিজিৎকে নিশানা অভিষেকের

Last Updated:

TMC Brigade 2024: শনিবার শিলিগুড়িতে নরেন্দ্র মোদির সভায় দেখা গিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রথম বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপূরণ হয়েছে তাঁর।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন’ সভা। সেখানেই লোকসভা ভোটের টার্গেট বাঁধতে বিরোধী বিজেপিকে আক্রমণের কোনও খামতি রাখল না তৃণমূল। রাজ্যের শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকের ভিড়ের সামনে দাঁড়িয়ে নাম না করেই কটাক্ষ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও।
অভিষেকের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত তাঁর পাশে বসে আছে। আজকের ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাচ্ছে। বাংলা মাথা নত করবে না। এই লড়াইয়ের শেষ আমরা করে ছাড়ব।’ তাঁর আরও কটাক্ষ, ‘বাংলাকে যারা গালাগালি করে তাদের মধ্যে থেকে কাউকে বিধায়ক থেকে সাংসদে মনোনীত করেছে। ভোট ইডি, সিবিআই দেবে না। মানুষ ভোট দেবে। চোর চুরি করে আগে জেলে যেত। এখন চোর চুরি করে বিজেপিতে যায়। এটা মোদির গ্যারান্টি।’
advertisement
আরও পড়ুন: পার্থ-অর্পিতার সম্পর্কের গভীরতা কতটা? আদালতে জামিন ঝুলে এই প্রশ্নের জবাবে, পরের শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত
গতকালই শিলিগুড়িতে নরেন্দ্র মোদির সভায় দেখা গিয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রথম বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাপূরণ হয়েছে তাঁর। কাছাকাছি বসার সুযোগও পেয়েছেন। মোদির বাড়ানো হাত নিজের দু’হাতে ধরে নিজের কপালে ছুঁইয়েছেন। আর একেবারে সভার শেষে মোদির কাছ থেকে সাহসের শংসাপত্রও মিলেছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির।
advertisement
advertisement
অভিষেকের চ্যালেঞ্জ, ‘প্রধানমন্ত্রী বলে গেছেন ৩ বছরে ২২ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে বাড়ি তৈরি করার জন্য।গত তিন বছরে নরেন্দ্র মোদী এর সরকার যদি প্রমাণ করতে পারে আবাস এর একটা টাকা কেন্দ্র দিয়েছে তাহলে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। আমাকে যে শাস্তি দেব মাথা পেতে নেব।আমি বলছি তাই পরের বার যখন প্রধামন্ত্রীর যখন আসবেন তখন শ্বেত পত্র নিয়ে আসবেন।আপনারা মিথ্যে কথা বলছেন। যারা মিথ্যে কথা বলছেন তাদের গ্যারান্টি নেবেন?’
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Brigade 2024: 'চোরেদের হাত থেকে উত্তরীয় পরছেন', নাম না করেই অভিজিৎকে নিশানা অভিষেকের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement