TMC-BJP: 'হেভিওয়েট' বিজেপি বিধায়ক যোগ দেবেন তৃণমূলে? আহ্বান ফিরহাদ হাকিমের! কে তিনি? চমকে যাবেন শুনে

Last Updated:

TMC-BJP: ফিরহাদ হাকিম বলেন, ''পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে নিয়ে চলেন। সব ধর্মের মানুষের জন্য বাংলা সুরক্ষিত।''

কাকে তৃণমূল আহ্বান ফিরহাদের?
কাকে তৃণমূল আহ্বান ফিরহাদের?
কলকাতা: ”২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আপনি জিততে পারবেন না, ওই আসন পাবে তৃণমূল।” এই বার্তা দিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে তৃণমূলে আসার আহ্বান জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সংবিধান দিবসে রাজ্যের আইনশৃঙ্খলা এবং সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন তুলে এই ইস্যুতে ফিরহাদ হাকিমকে কার্যত কাঠগড়ায় দাঁড় করান অগ্নিমিত্রা।
তখনই ফিরহাদ হাকিম বলেন, ”পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে নিয়ে চলেন। সব ধর্মের মানুষের জন্য বাংলা সুরক্ষিত। সুরক্ষিত কতটা, তার প্রমাণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ৬-০।” ফিরহাদ বলেন, ”আপনার আশেপাশে বসা অনেকে চলে এসেছে, আপনিও চলে আসুন, পরের বার আপনার আসন থেকে আর জিতবেন না।”
২৫ নভেম্বর থেকে বিধায়সভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। বুধবার ছিল তৃতীয় দিন। জানা গিয়েছে, আরজি কর কাণ্ড ও পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর ঘটা অত্যাচারের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু তাঁদের এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ তোলে বিজেপি। এর পরই ওয়াক আউট করে বিজেপি।
advertisement
advertisement
অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিভোক্ষ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড। স্পিকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC-BJP: 'হেভিওয়েট' বিজেপি বিধায়ক যোগ দেবেন তৃণমূলে? আহ্বান ফিরহাদ হাকিমের! কে তিনি? চমকে যাবেন শুনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement