রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুমুল উত্তেজনা ! সকাল সকাল রণক্ষেত্র হয়ে উঠল শহর কলকাতা

Last Updated:

দ্বন্দ্ব-র জেরে পরিস্থিতি শেষপর্যন্ত হাতাহাতিতে গড়ায়। এদিন রিজার্ভ ব্যাঙ্কের সামনে ২০০০ টাকার নোট বদলির লাইনকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে।

সকাল সকাল রণক্ষেত্র হয়ে উঠল শহর কলকাতা
সকাল সকাল রণক্ষেত্র হয়ে উঠল শহর কলকাতা
রৌণক দত্ত চৌধুরী, কলকাতা: রিজার্ভ ব্যাঙ্কের সামনে আজ, বৃহস্পতিবার সকালে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ছড়াল উত্তেজনা । দ্বন্দ্ব-র জেরে পরিস্থিতি শেষপর্যন্ত হাতাহাতিতে গড়ায়। এদিন রিজার্ভ ব্যাঙ্কের সামনে ২০০০ টাকার নোট বদলির লাইনকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, নোট বদলির জন্য যারা লাইনে দাঁড়াতেন তাদের কাছ থেকে ২০০ টাকা করে মাথাপিছু নিতেন কংগ্রেসের কাউন্সিলর সন্তোষ পাঠক।
advertisement
advertisement
অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের তরফ থেকে এখানে টাকা তোলা হত এবং স্থানীয় তৃণমূল নেতারা চড়াও হতেন । এই বিষয়কে সামনে রেখেই আজ দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। কার্যত হাতাহাতিতে পৌঁছয় পরিস্থিতি। ঘটনায় তৃণমূল এবং কংগ্রেসে উভয় পক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছেন এবং বেশ কিছু জনকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।আগের থেকে কিছুটা হলেও স্থিতিশীল এখনকার পরিস্থিতি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুমুল উত্তেজনা ! সকাল সকাল রণক্ষেত্র হয়ে উঠল শহর কলকাতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement